latest

আঝাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু সিআইডি অফিসার ও সিভিকের, আহত চালক

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: জামালপুরের আঝাপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ডিএসপি পদমর্যাদার সিআইডি অফিসার ও একজন সিভিকের। গুরুতর জখম হয়েছে গাড়িটির চালক। মৃতদের নাম ডিএসপি প্রশান্ত নন্দী ও সন্তোষ সরকার সিভিক। দুর্ঘটনার পর পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই উদ্ধার করে বর্ধমানের অনাময় হসপিটালে নিয়ে আসালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন গাড়ির চালক শুভঙ্কর মাঝি। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ জামালপুর থানার আঝাপুর এলাকায়।

দুর্ঘটনার খবর পেয়েই অনাময় হাসপাতাল তড়িঘড়ি চলে আসেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। তিনি বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের মধ্যে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার আছেন। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি।” পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাবার সময় একটি কন্টেনারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সিআইডি র গাড়িটি। চালকের দিকের অংশ রীতিমত দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে গেছে।

Recent Posts