ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: মোটর সাইকেল নিয়ে বাজার যাওয়ার পথে দশ চাকা লরির ধাক্কায় বেঘোরে প্রাণ গেল বাবা ও ছেলের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ভাতারের গুসকরা বলগোনা রাস্তার রামচন্দ্রপুর মোড়ে। পুলিশ ঘাতক লরিটি কে আটক করলেও চালক পলাতক। দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম দুইজনকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে গেলে বাবা মিলন ভক্ত (৫৬) কে মৃত ঘোষণা করেন। ছেলে পিন্টু ভক্ত(২৭) কে দ্রুত বর্ধমান মেডিক্যালে পাঠানোর কিছুক্ষণ পর সেও মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার অর্ক্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লরির ধাক্কায় বাবা ও ছেলে হাটে আসার সময়ে গুরুতর আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি। লরিটি কে পুলিশ আটক করে। চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতনই শনিবার সকালে মিলন ভক্ত ছেলের বাইকের পিছনে চেপে জমির সবজি নিয়ে ভাতারের মাহাতা বাজারের হাটে আসছিলেন। এলাকার বাসিন্দা সাধন দত্ত বলেন, ‘রামচন্দ্রপুর মোড় হয়ে লরিটা গুসকরার দিকে যাচ্ছিল। এরা বাইকে বলগোনার দিকে আসছিল। সেই সময়ে ধাক্কা লেগে বাইকের পিছনে থাকা যাত্রী পড়ে যায়। লরির পিছনের চাকা তার মাথার উপরে চলে যায়। পুলিশ এসে উদ্ধার করে ওদের নিয়ে যায় হাসপাতালে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেরই বাড়ি গুসকরা এলাকায়। দুজনেই হাটে সবজি বিক্রী করত।