---Advertisement---

বর্ধমানে নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার মহিলা মাদক ব্যবসায়ী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নিষিদ্ধ মাদক সহ এক মহিলা মাদক কারবারি কে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। শুক্রবার ভোরে শহরের লক্ষ্মীপুর মাঠ, জোড়া মন্দির এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারি কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সাঁকো সাউ ওরফে সুনিতা সাউ ওরফে ল্যাংরি। ধৃতের কাছ থেকে পুলিশ ০১লিটার ৮৮০মিলিগ্রাম নিষিদ্ধ তরল মাদক উদ্ধার করেছে। ধৃতকে এদিনই বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। বিচারক আসামি কে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

ডিএসপি রাকেশ চৌধুরী বলেন,” বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে মাদক দ্রব্যের কারবার চলার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ আজ একটি অভিযান চালিয়েছে। এক মহিলা মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। তবে এই মাদক কি ধরনের তা নিশ্চিত হওয়ার জন্য আমরা ল্যাব টেস্টিং এ পাঠাবো এই মাদক। পরবর্তীকালে এই মাদক কারবারির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, এই মাদক কোথায় সরবরাহ করা হতো এবং কোথা থেকেই বা এই মাদক নিয়ে আসা হতো এসবই তদন্ত করে দেখা হবে।’

উল্লেখ্য কয়েকমাস আগেই এই লক্ষ্মীপুর মাঠ থেকে বেশ কয়েকজন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছিল বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে সেই সময় এই ল্যাংরী পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। সুনিতা সাউ নিষিদ্ধ মাদক দ্রব্যের কারবারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত বলে পুলিশের কাছে খবর ছিলই। তাকে ধরতে পুলিশের বিশেষ টিম কাজ করছিল। শেষমেষ সুনিতা সাউ ওরফে ল্যাংরী ধরা পড়ায় শহরের মাদক কারবারে অনেকটাই রাশ টনা গেল বলে মনে করছে পুলিশ।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---