---Advertisement---

আবারো আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড়ে, বন্যপ্রান ক্ষতির আশঙ্কা, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: বৃহস্পতিবার আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া গেলো শুশুনিয়া পাহাড়ের একাংশ জুড়ে। সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে যায় পাহাড়ের বিস্তীর্ণ অংশ। গত বছর পাহাড়কে আগুন থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল বনদপ্তর। তবে এ বছর বসন্তের শুরুতেই পাহাড়ে আগুন দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি, তবে এই আগুনের ফলে পাহাড়ের বন্যপ্রাণ ও ভেষজ উদ্ভিদের প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় মানুষ থেকে পরিবেশ প্রেমী মানুষজন।

বিজ্ঞাপন

 

অবশ্য ছাতনা বনদপ্তর খবর পেয়েই ৩০ জনের একটি টিম নিয়ে পৌঁছে যায় শুশুনিয়া পাহাড়ের ঘটনাস্থলে। ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস জানিয়েছেন, ‘ কোন দুষ্কৃতি বা অন্য কেউ এই আগুন লাগিয়েছে বলে প্রাথমিক অনুমান, ঘটনার নজরদারি চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে স্থানীয় দোকানদার জয়প্রকাশ মন্ডল বলেন, ’গত বছর আগুন লাগেনি, এ বছর নতুন করে আগুন লেগেছে, এটা নিয়ে আমরাও আতঙ্কে আছি। পলাশের সমারোহ এখন, পর্যটকরাও আসছেন, তারাও আতঙ্কিত হচ্ছেন। অবিলম্বে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক যাতে হয় তার জন্য প্রশাসন ও বন দপ্তর চেষ্টা চালাচ্ছে।

See also  গভীর রাতে প্রবল শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি ভাতারে,
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---