ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে জাল জন্ম সার্টিফিকেট তৈরির চক্রের মূল পান্ডা সহ গ্রেপ্তার পাঁচ প্রতারক

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জাল ওয়েবসাইটের সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য জুড়ে সরবরাহ করা হচ্ছিল জাল জন্ম সার্টিফিকেট। একটি অভিযোগের তদন্তে নেমে এই চক্রের মূল পান্ডা সহ পাঁচজন কে ইতিমধ্যে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাসপোর্ট পাওয়ার জন্য কয়েক মাস আগে বর্ধমান থানা এলাকার এক বাসিন্দা রিঙ্কা দাস আবেদন করেছিলেন। পাসপোর্টের আবেদনে তিনি যে জন্ম শংসাপত্র পুলিশের কাছে জমা দেন, সেটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ভেরিফিকেশনের জন্য দেওয়া হলে, সেটি জাল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়। এরপরই পূর্ব বর্ধমান জেলা পুলিশের গোয়েন্দা দপ্তরের তরফে বর্ধমান থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেয়ে ১৯ ডিসেম্বর বর্ধমান থানার পুলিশ প্রথমে রিঙ্কা দাসকে গ্রেপ্তার করে।  জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে, জাল শংসাপত্রটি তাকে স্বরূপ রায় নাম এক ব্যাক্তি টাকার বিনিময়ে জোগাড় করে দিয়েছে। এরপরই তদন্তে নেমে পুলিশ বর্ধমান শহরের বড়নীলপুর এলাকার স্বরূপ রায় ওরফে রামু-কে গ্রেপ্তার করে।

তাকে জেরা করেই পুলিশ আরো দুজনের হদিশ পায়। এরপর বর্ধমান থানার পুলিশ সিঙ্গুর থেকে প্রথমে গনেশ চক্রবর্তী ও গনেশকে জিজ্ঞাসাবাদ করে অর্নিবান সামন্ত- নামে এক যুবককে গ্রেপ্তার করে। সবশেষে আজকে হুগলির খানাকুল থেকে ধরা পরে এই চক্রের মূল পান্ডা ভাস্কর সামন্ত এবং সেইসঙ্গে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় এই অপরাধে ব্যবহৃত একটি ল্যাপটপ দুটি ফোন এবং একটি বায়োমেট্রিক ডিভাইস ।