ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: জাতীয় ও রাজ্য সড়কে পণ্যবাহী গাড়ি থেকে পুলিশের তোলাবাজি ও চালকদের সঙ্গে নানান রকম দুর্ব্যবহারের ঘটনা প্রায়ই প্রকাশ্যে আসে। এবার সেই একই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ একটি গরু বোঝাই গাড়ি থেকে তোলাবাজি, ভয় দেখানো, মারধর সহ বেআইনিভাবে আটকে রাখার মতো একাধিক ধারায় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করলো। এই ঘটনায় জেলাজুড়ে আলোড়ন ছড়িয়েছে।
বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলো সন্তু ঘোষ (২৫), কামাল মন্ডল ওরফে ছোটন (২৮), সোমনাথ পালিত(৩৪), দেব্রজিৎ ঘোষ ওরফে দেবু(৩৩) ও বিপদতারণ রায় (২৬)। ধৃতদের কারুর বাড়ি আউসগ্রাম, আবার কেউ গুসকরা, ভাতার, মেমারি এলাকার বাসিন্দা। ধৃতরা সকলেই মেমারি থানার ডাক পার্টির কাজ করতো বলে সূত্র মারফত জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেমারি থানার পালসিট এলাকায় জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি গরু বোঝাই গাড়িকে বেআইনি ভাবে দাঁড় করিয়ে ধৃতরা ভয় দেখিয়ে চালকের থেকে ১২০০টাকা তোলাবাজি করে এই দুষ্কৃতীরা। মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে দেয়। এমনকি তাদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর চালক মেঘদূত পাল প্রথমে পালসিট ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানাতে গেলে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার অভিযোগ।
পরে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কে সরাসরি গোটা ঘটনার বিষয় জানানোর পরই মেমারি থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন মেঘদূত পাল। এরপরই পাল্লা রোড এলাকা থেকে পুলিশ দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে। বুধবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপশি দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণের জন্য পুলিশের আবেদনে টিআই প্যারেডের সম্মতি জানিয়েছেন বিচারক। আগামী ১৬নভেম্বর বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে এই টিআই প্যারেড হবে বলে নির্দেশ দিয়েছে তৃতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।