ক্রাইম

এলোপাথাড়ি ছুরির আঘাতে কালনায় জখম পাঁচ ব্যক্তি, আটক অভিযুক্ত

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: এক গ্রাহকের বাড়ি থেকে সস্তায় রেশনের চাল কিনে বাড়ি ফেরার পথে উপর্যপুরি মারধরের শিকার হলেন এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির নাম কালাচাঁদ পাল। তাকে বাঁচাতে গিয়ে এলাকার আলিম শেখ, গৌরাঙ্গ হালদার, বাবলু মুর্মু ও আজমীরা বিবি নামে এক মহিলাও আক্রান্ত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম খোকন মন্ডল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার শাসপুর, মোল্লাপাড়া এলাকায়। এই ঘটনায় পাঁচ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ কালনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়েছে।

আক্রান্ত গৌরাঙ্গ হালদার জানিয়েছেন, শুক্রবার সকালে কালাচাঁদ পাল মোল্লাপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে রেশনের ১৭কে জি চাল কিনে নিয়ে ফিরছিলেন। সেই সময় এলাকারই বাসিন্দা খোকন মন্ডল তাকে আটকিয়ে জানতে চায় যে তার কাছে লাইসেন্স আছে কিনা। এরপরই ওই ব্যক্তি একটা পেরেক লাগানো কাঠের টুকরো নিয়ে এসে বেধড়ক মারতে শুরু করে তাকে। স্থানীয় কিছু মানুষ ছুটে এসে আটকাতে গেলে খোকন মন্ডল বাড়ি থেকে একটা ছুরি নিয়ে এলোপাথাড়ি সবাইকে কোপাতে শুরু করে। সকলেই ছুরির আঘাতে জখম হয়। বাকি গ্রামবাসীরা খোকন মন্ডল কে ধরে পুলিশের হতে তুলে দেয়। আমরা সুস্থ হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানাবো।

কালাচাঁদ পাল জানিয়েছেন, তিনি এর আগেও এই এলাকায় তার পরিচিত এক ব্যক্তির কাছ থেকে কিছুটা সস্তায় পাওয়া যায় বলে রেশনের চাল নিয়ে এসেছেন। এদিনও তিনি চাল কিনে ফিরছিলেন। রাস্তায় খোকন মন্ডল নামে ওই ব্যক্তি যে হটাৎ তাকে আক্রমণ করবে সেটা তিনি বুঝতে পারেননি। কালাচাঁদ বাবু জানিয়েছেন, তিনি খোকন মণ্ডলকে চেনেন না। কেনো তিনি তাকে মারধর করলেন সেটাও তিনি বুঝতে পারছেন না।

Recent Posts