ফোকাস বেঙ্গল ডেস্ক, ঝাড়গ্রাম: পঞ্চায়েত নির্বাচন হলেও রয়েছে হাতির ভয়। জঙ্গলমহল ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া বিভিন্ন জায়গায় ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে হতে পারে তার জন্য গত শুক্রবার রাত থেকেই বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন বন কর্মীরা। রাতের পাশাপাশি দিনেও টানা টহল দিচ্ছেন বন কর্মীরা। পশ্চিম মেদিনীপুরে কলাইকুন্ডা, ঝাড়গ্রামের নয়াগ্রাম, চাঁদাবিলা, বেলপাহাড়ি সহ উড়িষ্যা লাগোয়া একাধিক জায়গার হাতি উপদ্রুত এলাকার রাস্তায় রাস্তায় বনকর্মীরা টহল দিচ্ছেন।
ভোটার ও ভোট কর্মীরা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছতে পারেন এবং ফিরে আসতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে। মাইক নিয়ে প্রত্যন্ত এলাকায় প্রচারের পাশাপাশি, জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে ঢ্যারা পিটিয়ে মানুষকে সতর্ক রাখার কাজও করছেন বন কর্মীরা। আগামী ১১তারিখ ভোট গণনার দিন পর্যন্ত এই টহলদারি ঝাড়গ্রাম, জঙ্গলমহল ও সংলগ্ন এলাকায় চলবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।