ফোকাস বেঙ্গল ডেস্ক,দুর্গাপুর: দুর্গাপুর ক্লাব সম্মন্বয় কমিটির উদ্যোগে চার দিন ব্যাপী চলা বিগব্যাশ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলার আগে বৃহস্পতিবার দুর্গাপুরবাসীকে মাতিয়ে দিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বমানের ক্রিকেটার সনৎ জয়সূর্য। এদিন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন তিনি। দুর্গাপুরের সিটি সেন্টারে ভগৎ সিং ময়দানে দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলাকালীন মাঠে প্রবেশ করেন ক্রিকেট তারকা সনৎ জয়সূর্য। তাকে দেখার জন্য এদিন মাঠ ও গ্যালারিতে ভিড় উপচে পড়েছিল। দর্শকদের মধ্যে উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।
জয়সূর্য এদিন মাঠে নেমে দু দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিতি পর্ব সারেন। উদ্যোক্তাদের মধ্যে দেবব্রত সাঁই, রাজা, দীপঙ্কর লাহা প্রমুখরা বলেন,’ আগামীদিনে দুর্গাপুরবাসীদের জন্য আরো বড় চমক তারা দেবেন ৷’ গত ১২ ফেব্রুয়ারি এই জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। বৃহস্পতিবার ছিল চূড়ান্ত পর্বের খেলা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকে মোট ১৬টি দল টুর্ণামেন্টে অংশগ্রহন করেছিল।
উদ্যোক্তারা জানিয়েছেন, বিজয়ী দলের জন্য ১০ লক্ষ ও বিজিত দল পাবে ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার। যাইহোক, গত চারদিনে দুর্গাপুরের ক্রিকেট প্রেমী মানুষ কার্যত এই চারদিন ক্রিকেট জ্বরে আচ্ছন্ন ছিলেন বলেই মাঠে উপস্থিত দর্শকরা জানিয়েছেন।