জেলা

বর্ধমানে গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হলো একসঙ্গে চারটি চার ফুটের গোখরো সাপ, চরম আতঙ্ক

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গৃহস্থের বাড়ির পাশে আরেকটি বাড়ি তৈরির জন্য মেশিন লাগিয়ে মাটি খোঁড়াখুঁড়ি চলছিল। আর তাতেই তৈরি হলো চরম বিপত্তি। শুধু বিপত্তিই নয়, রীতিমত প্রানসংশয় পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়াতে হলো গোটা পরিবার কে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে গেলেন সবাই। কিভাবে পরিবারের সকলকে বাঁচানো যাবে ভাবতে ভাবতেই খবর দেওয়া হয় বর্ধমান বন দপ্তরে। দ্রুত বন দপ্তর থেকে একটি এক্সপার্ট দল এসে হাজির হয় বর্ধমান থানার পলিতপুর এলাকার মুনগারি গ্রামে। উদ্ধারকারী দল সমস্ত ঘটনার বিষয়ে জেনে কাজ শুরু করতেই চোখ কপালে ওঠে তাদেরও।

 

তারা দেখে, একটি, দুটি নয় চার চারটি প্রায় সাড়ে তিন ফুট থেকে চার ফুট লম্বা পূর্ণ বয়স্ক গোখরো সাপ ঢুকে আছে বাড়িটিতে। উদ্ধারকারী দলের সদস্য বাপন বৈরাগ্য জানিয়েছেন, “অনুমান পাশেই মাটি কাটার সময় মাটির নিচ থেকে এই বিষধর সাপগুলো বেরিয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েছে। বাপন জানিয়েছেন, রীতিমত যুদ্ধ করে প্রাণ হাতে নিয়ে সাপ গুলোকে ধরতে হয়েছে। একসঙ্গে চারটি পূর্ণ বয়স্ক গোখরো এর আগে কখনো ধরার পরিস্থিতি আসেনি। কার্যত কালঘাম ছুটে গেছে সাপ গুলোকে ধরতে।

যদিও সাপ গুলোর কোনো ক্ষতি না করে ধরতে পেরে এবং গৃহস্থ কে নিশ্চিন্ত করতে পেরে তারা খুশি।” গৃহস্থ সন্তোষ গুপ্ত জানিয়েছেন, ” এক একটা সাপের সাইজ দেখে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। প্রাণ বাঁচাতে আমরা ঘর থেকে সবাই বেরিয়ে গিয়েছিলাম। কি করবো বুঝতে না পেরে বন দপ্তরে জানাই। তবে বন দপ্তরের কর্মীরা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই মারাত্মক বিষধর খরিশ গোখরো সাপ গুলোকে কায়দা করে ধরে নিয়ে গেছে, সেটা প্রশংসাযোগ্য।”