স্বাস্থ্য

বর্ধমানে স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ২রা বৈশাখ অর্থাৎ ইংরেজির ১৬ এপ্রিল রবিবার বর্ধমান ২ ব্লকের অন্তর্গত সোনাপলাশী গ্রামে সোনাপলাশী যুব সংঘ ক্লাব ঘর এবং সংলগ্ন দূর্গা মন্দিরের আটচালায় একটি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী সবুজের অভিযানের উদ্যোগে এবং বর্ধমানের কেশবগঞ্জ চটি এলাকার একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি আয়োজন করা হয়। উদ্যোক্তা সংস্থার পক্ষে অনির্বাণ রায় জানান, এলাকার প্রায় ১৬০ জন মহিলা পুরুষ এই বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। এলাকায় এই ধরনের শিবিরের আয়োজনের জন্য খুশি এলাকাবাসী।

স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন বেসরকারি হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.ডি. বর্মন এবং হাসপাতালের অন্যান্য কর্মীবৃন্দ। অন্যান্য চিকিৎসকদের মধ্যে ছিলেন বিশিষ্ট চর্ম বিশেষজ্ঞ জ্ঞান প্রকাশ ব্যানার্জি। শিবিরের ব্যবস্থাপনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সোনাপলাশী যুব সংঘর সদস্যবৃন্দ। স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযান-এর পক্ষে এদিন উপস্থিত ছিলেন সভাপতি নিখিল কুমার খাঁ, সহ-সভাপতি অসিত কুমার পাঠক, সহ-সম্পাদক কাজী মোঃ রায়হান, আহ্বায়ক অনির্বাণ রায় প্রমূখ। সোনাপলাশী যুব সংঘ -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক ইন্দ্রনীল দত্ত, সভাপতি রঘুনাথ চ্যাটার্জি সহ অন্যান্যরা।

Recent Posts