---Advertisement---

কালভার্টের নিচে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আউসগ্রামে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, আউসগ্রাম: রাস্তার ওপর কালভার্টের নিচ থেকে প্লাস্টিকের বালতিতে রাখা তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার বেলেমাঠ গ্রামে। শনিবার আউসগ্রামের মানকর থেকে ভুয়েরা বটতলা যাওয়ার রাস্তায় কালভার্টের তলায় প্লাস্টিকের বালতি পাওয়া যায় বোমা।

বিজ্ঞাপন

এদিন সকালে স্থানীয়দের নজরে পড়ে বালতিটি, কাছাকাছি গিয়ে দেখতেই বালতিতে বোমা রয়েছে তা পরিষ্কার হয়ে যায়। এরপর স্থানীয়রাই খবর দেয় থানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে চলে আসে। ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

এদিন দুপুর দেড়টা নাগাদ দুর্গাপুর থেকে বোম্ব স্কোয়াডের একটি দল এসে পৌঁছায় আউসগ্রামে, তারা বোমাগুলি নিস্ক্রিয় করে। কে বা কারা এই তাজা বোমা গুলি এলাকায় রাখলো এবং কি উদ্দেশ্যে এতো বোমা জড়ো করে রাখা হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  গাড়িতে জাতীয় মানবাধিকার সংগঠনের বোর্ড লাগিয়ে পুলিশের জালে ৩ জালিয়াত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---