---Advertisement---

একাধিক জামিন অযোগ্য মামলায় জড়িত পলাতক আসামি ১৪ বছর পর গ্রেফতার, সাফল্য গলসি পুলিশের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ডাকাতি, ছিনতাই, আগ্নেয়াস্ত্র সহ একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে পলাতক এক আসামিকে প্রায় ১৪ বছর পর অভিযুক্তের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করল গলসি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মোহর মল্লিক (৪৭)। তার বাড়ি গলসি থানার পুরন্দরগড় এলাকায়।

বিজ্ঞাপন

শুক্রবার গোপন সূত্রে পুলিশ জানতে পেরে অভিযুক্তের শ্বশুরবাড়ি সুন্দলপুর থেকে মোহর মল্লিক কে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, একাধিক জামিন অযোগ্য মামলায় বছরের পর বছর পলাতক থাকার কারণে ধৃত অভিযুক্তের নামে গলসি ও বর্ধমান থানা থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। এদিন বিচারক অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে ডাকাতি, ছিনতাই, আর্মস অ্যাক্ট সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল মোহর মল্লিক। প্রায় ১৪বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল বিভিন্ন জামিন অযোগ্য মামলায় জড়িত এই আসামি। কার্যত পুলিশ এই আসামিকে খুঁজে পাচ্ছিল না। শুক্রবার বেশ কয়েকবছর পর ধৃত সুন্দলপুরে নিজের শ্বশুরবাড়িতে আসতেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় মোহর মল্লিক কে। নির্বাচনের আগে এই গ্রেপ্তারি কার্যত গলসি পুলিশের সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

See also  গলসিতে আটক দুটি বালির লরি, গ্রেপ্তার দুই
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---