দুর্ঘটনা রুখতে টোটো চালকদের নিয়ে গলসি পুলিশের সচেতনতা শিবির

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি:  নানান কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনার কবলে পরে টোটো চালকেরা। তার ফলে সমস্যায় পড়েন যাত্রীরাও। আর এবার টোটো চালকদের টোটো চালানোর ক্ষেত্রে আরো সচেতন ও সতর্ক হওয়ার বার্তা দিলেন জেলা পুলিশের আধিকারিক ( ডিএসপি হেড কোয়ার্টার) অতনু ঘোষাল। বুধবার গলসি হাই স্কুলের মাঠে গলসি ২ব্লক এলাকার প্রায় দু’শর উপরে টোটো চালকদের জমায়েতে অতনু ঘোষাল বলেন,’ প্রত্যেক টোটো চালক কে টোটো চালানোর ক্ষেত্রে আরো বেশি সজাগ হতে হবে। পাশপাশি প্রত্যেক টোটো তে ব্যাক লাইট, ফ্রন্ট লাইট, ইন্ডীকেটর, ব্রেক, লুকিং গ্লাস ঠিকঠাক ভাবে অবশ্যই থাকতে হবে।

বিজ্ঞাপন

আমরা পুলিশের পক্ষ থেকে এদিন সমস্ত টোটো র পিছনে লাগানোর জন্য রিফ্লেক্টর ও এল ই ডি লাইট দিয়ে দিলাম। যাতে সন্ধ্যার পর যে কোনো রাস্তায় টোটো চলাচল করলে তার পিছনের গাড়ি সামনে কি আছে পরিষ্কার বুঝতে পারে। আমরা লক্ষ্য করেছি অনেক টোটোই গলসি থানা এলাকার বাজার সহ জাতীয় সড়কের উপর দুর্ঘটনাপ্রবন একাধিক এলাকা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। এইসব টোটো র অনেকগুলোতেই সামনে পিছনে লাইট নেই। হর্ন নেই। এই অবস্থায় টোটো রাস্তায় চালানো যাবে না। টোটো চালক ও যাত্রীদের পক্ষে এটা বিপজ্জনক। বিপদ ঘটতে মুহূর্ত লাগে না, তাই নির্দিষ্ট নিয়ম মেনেই টোটো চালাতে হবে। জাতীয় সড়কের উপর খুব প্রয়োজন ছাড়া যাওয়া কবে না। রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া  যাত্রীরাও যেন নির্ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে টোটো র উপর ভরসা করতে পারেন।’

এদিন সমস্ত টোটো চালকদের নিয়ে এই পুলিশি সচেতনতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি থানার মেজবাবু রতন দাস, ট্রাফিক নোডাল অফিসার এস আই মোহন চক্রবর্তী সহ গলসি থানার পুলিশ কর্মীরা। অফিসার রতন দাস জানিয়েছেন, থানার পক্ষ থেকে প্রায়ই টোটো চালকদের সচেতন করা হয়। এদিন ২নম্বর ব্লকের টোটো চালকদের নিয়ে এই সচেতনতার কর্মসূচি নেওয়া হয়েছিল। পরবর্তীকালে ১নম্বর ব্লকের টোটো দের নিয়ে একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।

আরো পড়ুন