---Advertisement---

মুখার্জী বাড়ির ২৬তম বর্ষ গণেশ জননী পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: জামালপুরের  জৌগ্রাম, সড়ক পাড়ার মুখার্জি বাড়ির গণেশ জননী পুজো সাড়ম্বরে উদযাপিত হল। ২৬ বছরে পড়ল এই পারিবারিক পুজো। আজ থেকে ২৬বছর আগে গুড়াপের জারুল গ্রামে মা দুর্গার এক অন্যরূপের প্রতিমা দেখে নিজের বাড়িতেও গণেশ জননী রূপী এই প্রতিমা পুজোর প্রচলন করেছিলেন বাড়ির কর্তা শিক্ষক স্বর্গীয় তারাপদ মুখোপাধ্যায়। সেই থেকে প্রতিবছর সাড়ম্বরে এই পুজো করে আসছেন মুখার্জি পরিবারের সদস্যরা। বর্তমানে তারাপদ মুখার্জির পুত্র বেণীমাধব মুখার্জি এই পুজোর আয়োজন করে আসছেন।

বিজ্ঞাপন

 

বেণীমাধব বাবু জানিয়েছেন, এই প্রতিমার বিশেষত্ব হল, একচালায় শিব, পার্বতীর মাঝে গণেশ বসে আছে। শিবের পায়ের নিচে বাহন রয়েছে গরু। সচারচর এই প্রতিমা খুব একটা দেখা যায়না বলেই জানিয়েছেন মুখার্জি বাড়ির সদস্যরা। রাস পূর্ণিমার পরের পূর্ণিমায় অর্থাৎ পৌষ মাসের প্রথম পূর্ণিমায় এই গণেশ জননী পুজোর আয়োজন করা হয়। এই পুজো কে ঘিরে গ্রামের বহু মানুষের সমাগম হয়। দুদিনের পুজোর দ্বিতীয় দিনে সকল ভক্তদের জন্য পুজোর ভোগ খাওয়ানোর আয়োজন করেন মুখার্জি পরিবার।

প্রতিবছর প্রতিমা নিরঞ্জন করে দেওয়া হয়। পরের বছর ফের নতুন করে প্রতিমা তৈরি করা হয়। জৌগ্রাম, রানা পাড়া এলাকার প্রতিমা শিল্পী এই প্রতিমা তৈরি করে আসছেন। ১৯৯৮ সাল থেকে এই প্রতিমা পূজিত হয়ে আসছে মুখার্জি পরিবারে। বুধবার প্রতিমা নিরঞ্জনের আগে পরিবারের মহিলারা প্রতিমাকে বরণ করে নেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই পুজো কে কেন্দ্র করে মুখার্জি পরিবার সহ গ্রামে দুর্গাপুজোর পর ফের নতুন করে আনন্দের পরিবেশ তৈরি হয়। দুদিন এই পুজো কে ঘিরে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা নিয়ে সবাই মেতে ওঠেন।

See also  আপনি কি রাস্তাঘাটে কান পরিষ্কার করাচ্ছেন? সাবধান। নষ্ট হয়ে যেতে পারে শ্রবণ শক্তি! জানুন কেন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---