ফের গণধর্ষনের অভিযোগ বর্ধমানে, গ্রেপ্তার পাঁচ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পুরুষ বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়ে ফের গণধর্ষনের শিকার হলো এক যুবতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান থানার অন্তর্গত বিজয়রাম এলাকায় একটি নির্মীয়মান বাড়িতে। ঘটনার পর নিগৃহীত যুবতীর পরিবারের পক্ষ থেকে বর্ধমান মহিলা থানায় লিখিত অভিযোগ জানানোর পরই পুলিশ তৎপরতার সঙ্গে পাঁচ জন অভিযুক্ত কে গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, নির্যাতিতা তরুণীর বাড়ি অন্য পাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী তার বন্ধুর সঙ্গে বিজয়রাম এলাকায় গিয়েছিল। ৫ অভিযুক্ত যুবক এলাকার একটি নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। নির্যাতিতার বন্ধু অভিযুক্ত ৫ জনকেই চেনে। ধৃতদের সবার বাড়ি বিজয়রাম এলাকায়। আজই বর্ধমান মেডিকেল কলেজে নির্যাতিতা তরুণীর মেডিকেল টেস্ট করা হয়। তদন্তের স্বার্থে নির্যাতিতার বয়ান রেকর্ডের পাশাপাশি তার বন্ধুর বয়ানও রেকর্ড করা হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এক তরুণী তার পুরুষ বন্ধুকে নিয়ে বেড়াতে গিয়েছিল বিজয়রাম এলাকায়। অভিযুক্তরা তাদের দুজনকেই রাস্তা থেকে তুলে নিয়ে যায় একটি নির্মীয়মান বাড়িতে। সেখানে একটি ঘরে তরুণীর বন্ধুকে আটকে রাখে। অন্য একটি ঘরে তরুণীর উপর ৫ জন যুবক নির্যাতন চালায়। রাতেই মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার তরুণীর পরিবারের পক্ষ থেকে। বুধবার পুলিশ ৫ যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করে।

আরো পড়ুন