ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: গঙ্গা দূষণ রোধে এবং প্লাস্টিক বর্জন সম্পর্কে সর্বসাধারণ কে সচেতন করতে রাজ্য সরকারের নির্দেশে ‘ নমামী গঙ্গে ‘ প্রকল্পের আওতায় ‘গঙ্গা উৎসব – ২০২৪’ পালিত হলো গলসি ১ব্লকের রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ে। সকালে প্রভাতফেরী, আলোচনা, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের এই কর্মসূচির গুরুত্ব বোঝানো হলো।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি দেবদাস ঘোষ, সদস্য শেখ গোলাম মোর্ত্তজা, শিক্ষক প্রতিনিধি প্রশান্ত কুমার মালিক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন। এদিন বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সমীর চন্দ্র, গোলাম সামসুদ্দিন মল্লিক ও শ্রীকান্ত কর্মকার প্রমুখ।
কিভাবে বছরের পর বছর দেশের বৃহত্তম নদী সাধারণ মানুষের অসচেতনতায় দূষিত হয়ে উঠছে এবং তার ফলে পরিবেশে কি প্রভাব পড়ছে – সেইসব নানান দিক নিয়ে এদিন ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষক বৃন্দ থেকে বিশিষ্ট ব্যক্তিরা।