ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে সোমবার দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. গৌতম চন্দ্র। বর্ধমান বিশ্ববিদ্যালয়েরই প্রবীণ এই অধ্যাপক জুয়োলজি বিভাগের দায়িত্ব ছিলেন। দায়িত্ব নেবার সময়ে ফুলে তোড়া দিয়ে তাঁকে সংবর্ধিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সুজিত চৌধুরী সহ অনান্য সকলে।
এদিন দায়িত্বভার গ্রহণ করার পর উপাচার্য গৌতম চন্দ্র বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়েরই দীর্ঘদিনের একজন শিক্ষক। সেই সুবাদে বিশ্ববিদ্যালয়ের একাধিক সমস্যার বিষয়ে অবগত। চেষ্টা করব সকল কে সঙ্গে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সুনাম রয়েছে সেটাকে আরও প্রসারিত করার। এছাড়াও একাডেমিক পর্যায়েও কিছু সমস্যা রয়েছে, সব বিষয় নিয়েই প্রত্যেক বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করবো। অ্যান্টি রাগিং কমিটি নিয়েও দ্রুত বৈঠক ডাকা হবে।’
সহ-উপাচার্য আশিস পানিগ্রাহী বলেন, ‘উপাচার্য না থাকায় আমাদের বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। বহু গবেষক তাঁদের গবেষণা পত্র জমা দেবার পরেও সমস্যায় পড়েছিলেন। এবারে আমারা আশা করব সেই সমস্যা থেকে উপাচার্য আমাদের সমাধানের পথ দেবেন।’
প্রসঙ্গত অধ্যাপক ড. গৌতম চন্দ্রের অধীনে অনেক ছাত্র ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সহ অনান্য গবেষণা পত্রে কাজ করেছেন। মশা-র উপরে নানা ধরণের গবেষণায় বেশ কিছু সরকারি ও বেসরকারি জায়গা থেকে সম্মানিতও হয়েছেন গৌতমবাবু। এদিন তাঁর যোগদানের পরে বিশ্ববিদ্যালয়ে চলা দীর্ঘ কয়েকমাসের কাজের ক্ষেত্রে জটিলতা এবারে সমাধান হবে বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।