জেলা

নিখোঁজ হয়ে যাবার প্রায় এক মাস পর উদ্ধার কিশোরী

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে হদিশ মিলল নিখোঁজ কিশোরীর। টিউশন যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর খোঁজ পাওয়া যাচ্ছিলনা মাধবডিহি থানার প্রত্যন্ত গ্রামের কিশোরীর। দিন দুয়েক খোঁজাখুঁজি করার পর পরিবারের লোক থানায় নিখোঁজ ডাইরি করেন। এরপর পুলিশ ওই কিশোরীর সন্ধান শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করে অবশেষে চলতি মাসের ১৫তারিখ উত্তর ২৪পরগনার রহড়া থানার অন্তর্গত আনন্দপল্লী থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে মাধবডিহি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২মার্চ কিশোরীটি টিউশন যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরিবার লোকজন খোঁজাখুঁজি করেও না পেয়ে ১৬মার্চ থানায় নিখোঁজ ডাইরি করেন। পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণে কিশোরীটি বাড়ি থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানতে পারে। এরপর তদন্তে নেমে বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে প্রায় একমাস দুদিন পর উত্তর ২৪পরগনার এক আত্মীয়র বাড়ি থেকে পুলিশ কিশোরীটিকে উদ্ধার করে। পুলিশি তৎপরতায় কিশোরীর হদিস পাওয়ায় তার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা খুশি। মাধবডিহি থানার পুলিশ অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন তারা। সোমবার ওই কিশোরীকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।