বর্ধমান স্টেশনের বাইরে ভাঙচুর, লুঠের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত গোলাপ সোনকার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার রাতের অন্ধকারে বর্ধমান স্টেশন চত্বরে ব্যাপক দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত গোলাপ সোনকার (৫১) কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ।সোমবার সন্ধ‌্যায় শহরের খালবিল মাঠের চৌধুরি চিঁড়ে মিল লেন থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় ধৃত তার অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্ত কে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী ২০মে ফের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি শহরের তিনকোনিয়া গুডশেড রোড খালবিল মাঠ এলাকায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য রবিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ হঠাৎই এক দল দুষ্কৃতী গুডস শেড, তিনকোনিয়ার দিক থেকে বর্ধমান স্টেশন চত্বরে ঢুকে বিধায়ক খোকন দাস ও প্রাক্তন আইএনটিটিইউসির সভাপতি সেখ ইফতিকার আহমেদের নামে গালাগাল করতে করতে ১০/১২ টি দোকানে ভাঙচুর চালানোর পাশপাশি গাড়ি স্ট্যাণ্ডে রাখা একাধিক চার চাকা ও দুচাকা গাড়িতে ভাঙচুর চালায়। তাদের হাতে রড, লাঠি এবং তরোয়াল সহ আগ্নেয়াস্ত্র ছিল বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রবিবার রাতে বর্ধমান স্টেশনে ব্যবসায়ী থেকে গাড়িচালক সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তীব্র উত্তেজনা তৈরী হয়। পরে বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে প্রাক্তন জেলা আইএনটিটিইউসির সভাপতি সেখ ইফতিকার আহমেদ বলেন, হামলাকারীরা সবাই আগে সিপিএম করতো। ২১ সালে ওরা বিজেপিতে যায়। তখন এখানে তারা প্রচুর অশান্তি করে। ওরা লোহা, কয়লা চুরি করে। গুডশেড রোড থেকে এসে এখানে অশান্তি ও ঝামেলা করেছে। গাড়ি ভাঙচুর করে, টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। ঘটনার বিষয়ে শহরের আলুডাঙা এলাকার বাসিন্দা সুরজিৎ মাঝি বর্ধমান থানায় এফআইআর দায়ের করেন। ঘটনার সময় গোলাপ তার সশস্ত্র সঙ্গীদের নিয়ে এই হামলা করে বলে অভিযোগ। গোলাপ নিজেও ভাঙচুর ওলুটপাট চালিয়েছে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। এই ঘটনায় বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরো পড়ুন