---Advertisement---

বর্ধমান রেলস্টেশনে দুর্ঘটনায় আহতদের দেখতে মেডিক্যালে এলেন রাজ্যপাল, মন্ত্রী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙ্গে আহত যাত্রীদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। একইসাথে এদিন দুর্ঘটনায় মৃত ও আহত ব্যক্তিদের পরিবারের হাতে যথাক্রমে ২লক্ষ ও ৫০হাজার টাকার চেক তুলে দিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রীর সঙ্গে বর্ধমান মেডিক্যালে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি, জেলা পুলিশ সুপার অমনদীপ, বর্ধমানের বিধায়ক খোকন দাস প্রমুখ।

বিজ্ঞাপন

এদিকে এদিনই সন্ধ্যায় বর্ধমান মেডিক্যালে স্টেশনের দুর্ঘটনায় আহত যাত্রীদের সঙ্গে দেখা করতে আসলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল এর সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল কৌস্তভ নায়েক ও মেডিক্যালের আধিকারিক বৃন্দ। রাজ্যপাল এদিন জানিয়েছেন, ‘দুর্ঘটনায় জখম ৬বছরের এক শিশুকে আগামী এক বছর রাজভবনের পক্ষ থেকে পড়াশুনার জন্য প্রতি মাসে ৫হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। এছাড়াও প্রয়োজনে অন্যান্য ভাবেও সহযোগিতা করা হবে আহত দের।’

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---