জেলা

জামালপুরে পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু হলো দাদু ও নাতনির, শোক

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পুকুরে পড়ে গিয়ে তলিয়ে গেল নাতনী। তাকে বাঁচাতে নেমে ডুবে গেলেন দাদু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায়। জানা গেছে, বছর দশেকের মধুমিতা মন্ডল তার মায়ের সঙ্গে মায়ের বান্ধবীর বাড়ি বেড়াতে এসেছিল নবগ্রামে। সে সাঁতার জানতো না। তবু পুকুরে স্নান করবে বলে জেদ ধরেছিল মায়ের কাছে। সেইসময় বাবার হাত ফসকে সে কোনভাবে পুকুরে পড়ে যায় বলে মেয়েটির মা জানিয়েছেন। মেয়েটিকে বাঁচাতে মায়ের বান্ধবীর বাবা পুকুরে নামলে সেও তলিয়ে যায়। 

ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। সেখান থেকে কর্মীরা এসে পুকুর থেকে দুটি দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম দীপেশ কুমার। মাঠের মাঝখানে পুকুরটি অবৈজ্ঞানিকভাবে খনন করার কারণেই এই দুর্ঘটনা বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। তরতাজা দুটি প্রাণ চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মধুমিতা মন্ডলের বাড়ি দমদমের পাতিপুকুর এলাকায় বলে জানা গেছে।