---Advertisement---

ট্রেনে কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপি কনস্টেবল

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাতের ট্রেনে মহিলা কামরায় ডিউটি করার সময় ট্রেনের মধ্যেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক জিআরপি কনস্টেবল। ঘটনাটি ঘটেছে রাত ১২টা ৩০ নাগাদ পালসিট স্টেশনে হাওড়া-বর্ধমান লাস্ট লোকাল ট্রেনে। মৃত কনস্টেবলের নাম শুভংকর সাধুখাঁ (৪৪)। তিনি বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বলে জিআরপি সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

ঠিক কি কারণে এই আত্মহত্যা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি থানার পুলিশ। মৃতদেহ টিকে ময়না তদন্তের জন্য রাতেই বর্ধমান মেডিক্যালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যদিও সূত্রের খবর, মৃত শুভংকর সাধুখাঁর স্ত্রী ও ৮বছরের সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে পারিবারিক বেশ কিছু সমস্যায় মানসিক চাপে ভুগছিলেন। সেই কারণেই এই পরিণতি কিনা তারও তদন্ত করছে পুলিশ।

জিআরপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে (১টা ১৫মিনিট) বর্ধমান স্টেশন ম্যানেজার এর কাছ থেকে একটি তথ্য পেয়ে বর্ধমান স্টেশনের ৪নং প্লাটফর্মে হাওড়ার দিক থেকে আসা একটি লোকাল ট্রেনে অভিযান করা হয়। সেইসময় একটি কামরায় দুটি সিটের মাঝে নিচে রক্তাক্ত অবস্থায় পুলিশ ইউনিফর্মে থাকা এক ব্যক্তিকে আধ শোয়া অবস্থায় দেখতে পায় তারা। পাশাপাশি ওই ব্যক্তির ডান হাতের পাশ থেকে একটি রিভলভার উদ্ধার হয়। ওই ব্যক্তির কপালে রক্তাক্ত ক্ষত ছিল। পড়ে চিকিৎসকের উপস্থিতিতে ওই ব্যক্তির পরীক্ষা করানো হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে জানিয়ে দেন।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি বর্ধমান জিআরপি থানায় কর্তব্যরত ছিলেন। ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির একটি মানি পার্স উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া রিভলভারে পাঁচটি গুলি ভর্তি ছিল। একটি গুলি ট্রেনের কামরার দেওয়ালে গেঁথে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যে ট্রেনটি ব্যান্ডেল এর দিক থেকে বর্ধমান আসছিলেন সেই ট্রেনে কনস্টেবল শুভংকর সাধুখাঁর সঙ্গে সুজিত ভৌমিক নামে আরো একজন কর্তব্যরত ছিলেন। তাদের তালান্ডু থেকে বর্ধমান ডিউটি ছিল বলে জিআরপি সূত্রে জানানো হয়েছে। সবমিলিয়ে রাতের শেষ ট্রেনে সুরক্ষায় থাকা প্রায় ফাঁকা কামরায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে এক কনস্টেবলের আত্মঘাতী হওয়ার ঘটনায় রহস্য তৈরি হয়েছে।

See also  মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার নামে ১২বছর পর হুলিয়া জারি জামশেদপুর আদালতের, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---