ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সুখবর জানানো হয়েছে। মাসের প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। ভ্যাপসা গরমের হাত থেকে কার্যত রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। এক্ষেত্রে প্রবল বর্ষণের আশঙ্কার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে। মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে আগামী কাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার বিকেলের পর এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।