ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা। ১২চাকা ডাম্পার পিষে দিল একটি টোটো কে। যদিও বরাতজোরে প্রাণে বেঁচে গেছেন টোটোর চারজন যাত্রী সহ চালক। শুক্রবার সকালে বর্ধমান আরামবাগ রোডের কৃষক সেতুর উপর ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। বর্ধমান থেকে বাঁকুড়া মোড়মুখী একটি টোটোর পিছনে সজোরে ধাক্কা মারে পিছন থেকে আসা একটি খালি ১২চাকার ডাম্পার। টোটোয় চারজন মহিলা যাত্রী ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। ধাক্কা মারার পর ব্রিজের গার্ডওয়ালে গিয়ে আটকে যায় টোটো টি। দুমড়ে মুচড়ে যায়।
যাত্রীরা সকলেই হাতে, পায়ে গুরুতর চোট পান। ডাম্পারের চালক ব্রিজের উপর থেকেই দামোদরের জলে ঝাঁপ মেরে দিয়ে পালানোর চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও বালি খাদানের কিছু লোক ওই চালককে ধরে ফেলে। খণ্ডঘোষ থানার পলেমপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখম যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘাতক ডাম্পার টিকে আটক করেছে পুলিশ। জানা গেছে দুর্ঘটনায় আহত মহিলারা স্থানীয় কোল্ড স্টোরেজে কাজে যাচ্ছিলেন। সকলেই সদরঘাট এলাকায় বাসিন্দা। দুর্ঘটনার পর বর্ধমান আরামবাগ রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।