জেলা

জৌগ্রামে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত এক, আহত ছয়

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সময় জৌগ্রাম ফ্লাই ওভারের কাছে কর্তব্যরত একটি জেসিপি মেশিনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলো একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় জাতীয় সড়কে কর্মরত এক শ্রমিক সহ চারচাকা গাড়ির ছজন গুরুতর জখম হয়েছেন। পুলিশ জখম শ্রমিক তরুণ মান্না সহ চারচাকার যাত্রীদের দ্রুত উদ্ধার করে বর্ধমানের অনাময় হাসপাতালে পাঠালে চিকিৎসক তরুণ মান্না নামে জাতীয় সড়কের শ্রমিককে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে দুজন ব্যক্তির পা ভেঙে গেছে, এক বয়স্ক ব্যক্তি ও মহিলার মাথায় আঘাত লাগে, ওপর আরেক কম বয়স্ক মহিলার কোমরে ও পায়ে আঘাত লেগেছে বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। আহতদের মধ্যে চারচাকা গাড়ির চালকের নাম বাপ্পা দে, বাকি সকলে একই পরিবারের সদস্য। আহত দের নাম সায়নাভ সাহা বিশ্বাস, বাবা সমীরকান্তি সাহা বিশ্বাস, মা শম্পা, দিদি সবলিমা, জামাইবাবু প্রণব সাহা। এদের মধ্যে বাপ্পা ও দুই মহিলাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে ১৯নম্বর জাতীয় সড়কের জৌগ্রামের কাছে একটি মোটর সাইকেল কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কর্মরত জেসিপি মেসিনে সরাসরি ধাক্কা মারে। এই সময় তরুণ মান্না নামে এক শ্রমিক গুরুতর জখম হয়। পুলিশ দ্রুত সকলকে উদ্ধার করে তিনজনকে বর্ধমান মেডিক্যালে এবং বাকিদের অনাময় হসপিটালে পাঠায়। পাশপাশি দুর্ঘটনাগ্রস্থ চারচাকা গাড়িটিকে উদ্ধার করে পুলিশ আঝাপুর ক্যাম্পে নিয়ে যায়।