বেহাল রাস্তা – বর্ধমান-আরামবাগ রোডের পলেমপুরে বাসের চাকায় পিষ্ট গৃহবধূ, ক্ষোভ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বেহাল বর্ধমান – আরামবাগ রোডের পোলেমপুরে রবিবার দুপুরে ফের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই গৃহবধূর স্বামী। মৃত মহিলার নাম শাকিলা বেগম। বাড়ি হুগলীর রামনগর, কাসাওয়ারায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মোটর সাইকেলে স্বামী স্ত্রী বর্ধমানের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিলেন। সদরঘাট ব্রিজ পেরিয়ে পলেমপুরের সামন্ত পেট্রোল পাম্পের কাছে রাস্তার একটি গর্তে পড়ে মোটর সাইকেল থেকে পড়ে যান সাকিলা বিবি। সঙ্গে সঙ্গে পিছনে থাকা একটি বাসের চাকায় পিস্ট হয়ে যায় তাঁর মাথা।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় মানুষজন এই দুর্ঘটনার জন্য দিনের পর দিন বেহাল রাস্তাকেই দায়ী করেছেন। বিগত কয়েকমাস ধরে বর্ধমান আরামবাগ রোড, বিশেষ করে সদরঘাট ও পোলেমপুর এলাকা দুর্ঘটনাপ্রবন হয়ে রয়েছে। রাস্তার বহু জায়গায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। যার জেরেই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিন বেঘোরে প্রাণ গেল এক গৃহবধূর। এই দুর্ঘটনা ফের একবার প্রশাসনের গাফিলতিকেই সামনে এনে দিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরো পড়ুন