ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ২৪ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভয়াবহ দুর্ঘটনা জামালপুরে। এবার বেপরোয়া ওভারলোড বালি বোঝাই ডাম্পার ঢুকে গেলো বসত বাড়ির ভিতরে। চাপা পড়ে মৃত্যু হলো এক গৃহবধুর। ভাগ্যক্রমে পরিবারের অন্য সদস্যরা পাশের ঘরে থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সকলে। গৃহবধূর স্বামীর অল্পবিস্তর চোট লেগেছে বলে পরিবার সুত্রে জানা গেছে। বাড়িটির সামনের অংশ সম্পূর্ন ভেঙে পড়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার রাত আড়াইটা নাগাদ দুর্ঘটনার পর এদিন সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত দেহ বের করে ময়না তদন্তের জন্য পুলিশ বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত আড়াইটা নাগাদ জামালপুর থেকে বালি বোঝাই করে একটি ডাম্পার দশঘড়ার দিকে যাচ্ছিল। চকদীঘি পঞ্চায়েতের প্রাণবল্লভপুর এলাকার আমতলার কাছে ডাম্পার টি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। অভিযোগ, গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিল। এমনকি ডাম্পার টি অতিরিক্ত বালি বোঝাই করে আসছিল। ধাক্কা মারার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির সামনের অংশ। ঘরের ভিতরে তখন ঘুমিয়ে ছিলেন পরিবারের গৃহবধূ সন্ধ্যা হাজরা। বাড়ির ভাঙ্গা অংশ চাপা পড়ে যায় তার উপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
মৃতের ছেলে বাসুদেব হাজরা জানিয়েছেন, ‘ বেঘোরে প্রাণ চলে গেল মায়ের। ঘুমন্ত অবস্থায় থাকার জন্য কিছুই করার ছিল না মায়ের। বালির ডাম্পার এসে সোজা বাড়িতে ধাক্কা মারলো, গোটা বাড়িটা ভেঙে মায়ের উপর চাপা পরে গিয়েছিল। মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্যই এই অবস্থা হয়েছে। এইসব পুলিশের দেখা উচিত। গতকালই হারালা মোড়ে ৬টি দোকান ঘরের উপর উল্টে গিয়েছিল বালি বোঝাই ডাম্পার। এবার প্রাণ কেড়ে নিলো সেই বালির গাড়িই। কবে হুঁশ ফিরবে পুলিশ প্রশাসনের কে জানে!’ পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক ডাম্পার টিকে আটক করার পাশাপাশি চালক ও খালাসিকেও গ্রেপ্তার করা হয়েছে।