---Advertisement---

ছেলেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গলসিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ছেলে কে ডাক্তার দেখিয়ে স্বামীর মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ১৯নং জাতীয় সড়কের গলসি থানার পুরসার মাঝের পুলের কাছে। মৃত গৃহবধূর নাম ছবি খাতুন(৩২)। তার বাড়ি গলসি থানার জাগুলিপাড়ায়। দুর্ঘটনায় আহত হয়েছেন মহিলার স্বামী শেখ কওসার ও ২ বছরের পুত্র শেখ ইয়াস। দুর্ঘটনার পর গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম তিনজনকেই পুরসা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছবি খাতুন কে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন পুরসা হাসপাতেলে ছেলের চিকিৎসা করাতে এসেছিলেন সেখ কওসার। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দু বছরের শিশু। সেখান থেকে সন্ধা সাড়ে পাঁচটা নাগাদ বাইকে বাড়ি ফিরছিলেন সবাই। ১৯ নং জাতীয় সড়কের ধার চেপেই যাচ্ছিলেন তারা। পুরসার মাঝের পুলের কাছে আচমকা একটি গাড়ি তাদের গা ঘেঁষে চলে যায়। আর তখনই নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার উপর উল্টে যায় মোটর সাইকেল নিয়ে সকলেই।

এই সময় পিছন থেকে আসা একটি গাড়ি ছবি খাতুনের মাথার উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। বাইক থেকে পরে শিশুটি ও কাওসার দুজনেই জখম হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গলসি থানার পুলিশ। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।

Join WhatsApp

Join Now
---Advertisement---