ক্রাইম

শ্বশুরবাড়িতেই অগ্নিদগ্ধ গৃহবধূর দেহ উদ্ধার, চাঞ্চল্য জামালপুরে, তদন্তে পুলিশ

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: শশুরবাড়ি থেকে এক গৃহবধুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুর থানার সাহাপুরে। খুন নাকি আত্মহত্যা সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এই ঘটনায় রাত পর্যন্ত কোন অভিযোগ জামালপুর থানায় জমা পড়েনি বলেই পুলিশ সূত্রে খবর। তবে ঘটনার পরই মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ গৃহবধূর স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আনুমানিক দুপুর আড়াইটে নাগাদ এলাকাবাসীরা কার্তিক ধারার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। তারাই প্রথমে ছুটে এলে দেখতে পায় ঘরেরমধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে কার্তিক ধারার স্ত্রী সুমিত্রা ধারা। তড়িঘড়ি এলাকাবাসীরা জল দিয়ে আগুন নেভালেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত্রা ধারার।

জানা গেছে, প্রায় চার বছর আগে কিনলে গ্রামের বাসিন্দা সুমিত্রার সঙ্গে বিয়ে হয় সাহাপুর গ্রামের বাসিন্দা কার্তিক ধারার। তাদের একটি দু বছরের ছেলে রয়েছে। সংসারে বিভিন্ন সময়ে অশান্তি লেগে থাকতো বলে জানান স্থানীয়রা। হঠাৎ কিভাবে ঘরে আগুন লাগল, সত্যিই আগুন লাগল নাকি ইচ্ছে করে গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে – এইসব প্রশ্ন তুলতে শুরু করছেন এলাকাবাসীদের অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী এবং শাশুড়িকে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।