ট্রেনের ই-টিকিটের কালোবাজারির বিরুদ্ধে বিশাল অভিযান হাওড়া ডিভিশনের, গ্রেপ্তার দশ জন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,হাওড়া: রেলের ই-টিকিট বিক্রির কালোবাজারি রুখতে জেলাজুড়ে বিশাল অভিযান চালালো পূর্ব রেলের আরপিএফ হাওড়া ডিভিশন। অভিযান চলাকালীন বিভিন্ন স্থানে আচমকা হানা দিয়ে মোট ৯৮ টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা টিকিটের মোট মূল্য ২,৪৯,৯৩৪ টাকা। অবৈধ টিকিটিং কার্যকলাপে জড়িত সন্দেহে এই অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, অভিযানের ফলে রেলওয়ে টিকিটের অননুমোদিত ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত ৪১টি ‘ইউজার’ আইডি’ চিহ্নিত করা হয়েছে বলে আরপিএফ সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রেল সূত্রে জানানো হয়েছে, শুক্রবার পূর্ব রেলের হাওড়া ডিভিশন এর রেলওয়ে সুরক্ষা বাহিনী “অপারেশন উপলব্ধ” নামে একটি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দালালী কার্যকলাপ দমন করা এবং টিকিটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, যাতে সমস্ত যাত্রী নিয়মমাফিক টিকিট সংগ্রহ করতে পারেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং টিকিট সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে আসলেই কর্তৃপক্ষকে জানাতে হবে। জনসাধারণের সহযোগিতাতেই আমরা রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমের অখণ্ডতা ও বিশুদ্ধতা রক্ষা করতে এবং লক্ষ লক্ষ মানুষের আস্থা বজায় রাখতে পারব।”

রেল সূত্রে জানানো হয়েছে শুক্রবার শক্তিগড়, বর্ধমান, বলগোনা, নবদ্বীপ ধাম, তারকেশ্বর, বালি, ব্যান্ডেল, শেওরফুলি, শ্রীরামপুর, বোলপুর, আজিমগঞ্জ রেল স্টেশনের সন্দেহজনক জায়গাগুলোতে অভিযান চালানো হয়। বেআইনিভাবে ট্রেনের ই – টিকিট বিক্রির অভিযোগে মোট ১০জনকে গ্রেপ্তারের পাশাপশি  বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষাধিক টাকা নগদ অর্থ সহ ল্যাপটপ, মনিটর, সিপিইউ এবং মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক ডিভাইস। রেল সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইউ/এস ১৪৩ রেলওয়ে অ্যাক্টে আরপিএফ এর তরফে মামলা রুজু করা হয়েছে। শনিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হবে।

আরো পড়ুন