---Advertisement---

রাস্তার মাঝে বিরাট ফাটল, আতঙ্কিত পথচলতি মানুষ, যেকোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তার মাঝখানে পিচ ধ্বসে বিরাট বড় ফাটল তৈরি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে যাতায়াতকারী যানবাহনের চালকদের মধ্যে। পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের পারিজাতনগর এলাকায় রাস্তার মাঝে এমনই ফাটল ঘিরে আলোড়ন ছড়িয়েছে। মেমারি থেকে তারকেশ্বর যাওয়ার এটি একটি সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা। এদিন সকালে পারিজাত নগর এলাকায় রাস্তার মাঝখানে রয়েছে একটি কালভার্টের সংযোগস্থলে ঠিক রাস্তার মাঝ বরাবর দেখা দিয়েছে এই ফাটল।

বিজ্ঞাপন

ফাটলটি এতটাই বড় যে সাইকেল বা মোটরসাইকেলের চাকা ঢুকে যেতে পারে বলে পথচারীরা মনে করছেন। অসতর্কভাবে কেউ ওই জায়গা দিয়ে গেলে বড়োসড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি জীবনহানিও ঘটতে পারে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রাতের দিকে ভুল করে ফাটলের জায়গায় গাড়ি ঢুকে পড়লে বড়সড়ো বিপত্তিও ঘটত পারে। স্থানীয় এবং পথচলতি মানুষ জানান, অবিলম্বে রাস্তাটির মেরামত করা হোক। অন্যদিকে ঘটনাটি নিয়ে রাজ্য সরকার কে এক হাত নিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার একই অবস্থা, আসলে উন্নয়নের নামে ভাওতাবাজি চলছে বাংলায়। মানুষ এর সঠিক জবাব দেবে।

See also  বর্ধমান শহরে ফের সোনার দোকানে চুরি, সিসি ক্যামেরা না থাকায় তৈরি হয়েছে প্রশ্ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---