ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: শুক্রবার রাতে আউশগ্রামের বাগবাটি মোড়ের কাছে ৯৪ কেজি গাঁজা সহ একটি গাড়ি আটক করল রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে আউশগ্রাম সহ সংলগ্ন এলাকার সড়কপথ গুলিতে নাকা চেকিং করছিল স্পেশাল অপারেশন গ্রুপ ও পুলিশ। এরপর আউশগ্রামের ভেদিয়া অঞ্চলের বাগবাটি মোড়ের কাছে ছোঁড়া ফাঁড়ির পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ একটি সুইফট ডিজার গাড়ি আটকাতে গেলে গাড়ি ফেলে পালায় চালক ও সঙ্গে থাকা এক ব্যক্তি।
গাড়িটিতে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো প্যাকটে ও পলিথিনের বস্তায় প্রায় ৯৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় জানিয়েছেন, আইনি পদ্ধতি মেনে সংশ্লিষ্ট গাড়িটি এবং সমস্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। আউশগ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই বিপুল মাদক কোথায় পাচার করা হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে।