---Advertisement---

বর্ধমানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক পাচারকারী

---Advertisement---

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: গোপন সূত্রে থাকা খবরের ভিত্তিতে সাত সকালে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চারচাকা গাড়ি করে পাচার করার সময় জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও দেওয়ানদীঘি থানার পুলিশের জালে ধরা পড়লো এক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ১১টি প্যাকেটে আনুমানিক ৭২কেজি গাঁজা নিয়ে একটি টাটা জিস্ট গাড়ি গুসকরার দিক থেকে নবাবহাটের দিকে আসার সময় তালির রেল গেটের কাছে পুলিশ গাড়িটিকে আটক করে।

বিজ্ঞাপন

তল্লাশির সময় ১১ টি প্যাকেটে ৭১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এরপরই এক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে পাচারকারীর নাম সঞ্জয় রাহা। বাড়ি বীরভূম জেলার সাইথিঁয়া। পাশাপাশি আটক করা হয়েছে গাড়িটিকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছে পুলিশ জানতে পেরেছে, কোচবিহারের মাথাভাঙা থেকে গাঁজার এই চালানটি বর্ধমান শহরের কাউকে সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছিল ধৃত ব্যক্তি। মঙ্গলবার অর্থাৎ এদিনই অভিযুক্তকে বর্ধমান আদালতে হাজির করা হবে, একইসাথে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment