---Advertisement---

রাতের অন্ধকারে বর্ধমানের ইদিলপুরে দামোদর নদে চলছে দেদার বালি চুরি, লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতির মুখে সরকার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগামী বুধবার অর্থাৎ ২৪জানুয়ারি বর্ধমানে প্রশাসনিক সভায় গোদার মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তার আগে প্রশাসনিক তৎপরতা রীতিমত তুঙ্গে। কিন্তু এরই সুযোগ নিয়ে খোদ বর্ধমান পৌরসভা লাগোয়া ইদিলপুর সংলগ্ন দামোদর নদে চলছে দেদার বালি চুরি করে পাচার। নদীর যে অংশ থেকে বালি চুরি চলছে স্থানীয় বাসিন্দাদের একাংশের সূত্রে জানা গেছে, সেটি বেলকাশ পঞ্চায়েতের ফকিরপুর এলাকার মধ্যে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় একটি হনুমান মন্দিরের পাশ দিয়ে নিচে নদীর দিকে নেমে গেলেই রয়েছে বালির গাড়ি যাতায়াতের জন্য তৈরি করা সম্পূর্ন অবৈধ একটি বাঁধ। যার পাশ থেকে রাতের অন্ধকারে ট্রাক ট্রাক বালি নদী থেকে তুলে কোন কাগজপত্র ছাড়াই দেদার পাচার করে দিচ্ছে স্থানীয় কিছু বালি মাফিয়া। অভিযোগ, এই বেআইনি বালি চুরি চক্রের সঙ্গে পঞ্চায়েত ও স্থানীয় কিছু শাসক দলের লোকজন জড়িয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দাদের একাংশ।

সূত্রের খবর, দিনের আলোয় এই এলাকা থেকে যত না বালি তোলার কাজ চলে, পরিবর্তে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই কারবার জোর কদমে শুরু হয়। ভোর পর্যন্ত প্রায় কয়েক শো ট্রাক্টর বালি বিনা বাধায় প্রতিদিন পাচার করে দিচ্ছে বালি মাফিয়ারা বলে অভিযোগ উঠে আসছে। এমনকি ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কখন এলাকায় অভিযানে আসছে তার খবরও আগাম পৌঁছে যাচ্ছে এই চোরা কারবারিদের কাছে। তার জন্য রীতিমত একটা সিস্টেম তৈরি করে রেখেছে এই কারবারিরা।

খোদ বর্ধমান রাজবাড়ী থেকে কামনাড়া, পিরতলা ভূমি রাজস্ব আধিকারিকের অফিসের বাইরে সর্বক্ষণ একটা বাইক বাহিনী নজরদারিতে থাকছে বলে সূত্রের খবর। ফলে প্রশাসনের গাড়ি অফিস থেকে বেরোলেই বালি ঘাটের লোকজনের কাছে দ্রুত খবর পৌঁছে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশাসনের টিম যখন অভিযানে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছচ্ছে, ততক্ষণে এলাকা খালি করে দিচ্ছে অবৈধ বালির কারবারিরা। ফলে প্রায়ই খালি হাতে ফিরতে হচ্ছে প্রশাসনকে। এদিকে সরকারের লক্ষ লক্ষ টাকার সম্পদ, রাজস্ব চুরি করে ফুলেফেঁপে উঠছে কিছু অসাধু বালি কারবারিরা।

See also  বউয়ের গলা টিপে হত্যার ঘটনার প্রায় চার বছর পর আসামীর আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ বর্ধমান আদালতের

ক্রমশ…..

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---