---Advertisement---

আর জি করের ঘটনায় আমি ভীত ও লজ্জিত – সায়নী দাস

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: “আর জি করের ঘটনা নিয়ে লজ্জিত হয়েছি, ভয়ও পেয়েছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বাংলা নারীদের জন্য কতটা নিরাপদ সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই।” ভারতের প্রথম মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয়ের পর পূর্ব বর্ধমানের কালনায় বাড়ি ফিরে রবিবার এমনই প্রতিক্রিয়া জানালেন কালনার বারুইপাড়ার মেয়ে তথা সাঁতারু সায়নী দাস। তার প্রতিক্রিয়া তে তিনি আরও বলেন, ‘ বিমানবন্দরে নেমেই ‘ উই ওয়ান্ট জাস্টিস ‘ লেখা প্লাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছি এই ঘটনার।’

বিজ্ঞাপন

সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই ৫টি চ্যানেল জয় করে ফেলেছেন কালনার সায়নী। গত ৩০ আগস্ট ১৩ ঘন্টা ২২ মিনিট এর কিছু সময় বেশি নিয়ে ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেনা সায়নী। একই সাথে এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম মহিলা হিসাবে এই সাতটির মধ্যে পাঁচটি সিন্ধু জয় করলেন সায়নী। শনিবার রাতেই কলকাতা বিমানবন্দরের নেমেছেন তিনি, এরপর এদিন রবিবার বাড়ি ফিরে নর্থ চ্যানেল জয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পাশাপাশি আরজিকরের ঘটনারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সায়নী জানিয়েছেন, ‘ এর পরবর্তী লক্ষ্য সপ্ত সিন্ধুর বাকি দুটো জয় করা। তার মধ্যে একটি স্পেন এবং মরক্কোর মধ্যে জিব্রাল্টার প্রণালী ও অন্যটি জাপানের হংশু থেকে হোক্কাইডো এর মধ্যে সুগারু চ্যানেল। ইতিমধ্যেই এই চ্যানেল গুলির এসোসিয়েশন এর কাছে আবেদন জানানো হয়েছে। প্রয়োজনীয় অনুমতি এলেই পরবর্তী প্রস্তুতি শুরু করে দেবো। ‘

See also  বর্ধমানেও পুলকার নিয়ে সতর্কতা গ্রহণ জেলা প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---