---Advertisement---

আউশগ্রামে খুনের আসামিকে ধরতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত আইসি ও মেজোবাবু সহ পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, আউশগ্রাম: সম্প্রতি আদিবাসী দিবসের দিন পূর্ব বর্ধমানের আউশগ্রামের সোমাইপুর গ্রামে এক আদিবাসী মহিলার দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্ত করছিল পুলিশ। রবিবার রাতে ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে ধরে আনতে গ্রামে ঢোকেন আউশগ্রাম থানার আইসি আব্দুল রব খান ও মেজোবাবু উত্তম কুমার পালের নেতৃত্বে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিকে ধরে হেঁটে গাড়িতে তোলার জন্য নিয়ে আসার সময় ওই ব্যক্তি চিৎকার করে গ্রামবাসীদের কাছে সাহায্য চাইতে থাকে।

বিজ্ঞাপন

সেইসময় গ্রামবাসীরা একত্রিত হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। ব্যাপক মারধর করা হয় আইসি ও মেজো বাবু সহ কর্তব্যরত অন্যান্য পুলিশ কর্মীদের। গুরুতর জখম হয়েছেন আইসি ও মেজো বাবু দুজনেই। দুজনেরই মাথায়, বুকে, পেটে আঘাত লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তাদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানতে পারা গেছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে আউশগ্রামে। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে দিকে রওনা দিয়েছেন।

See also  সোশ্যাল মিডিয়ায় গুজবের জেরে মুরগী বিক্রিতে ভাঁটা, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---