ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দামোদর নদের স্বাভাবিক গতিপথ কে আটকে সরকারি কোন অনুমোদন ছাড়াই রীতিমত বেআইনি ভাবে নদীবক্ষে কাঠের সেতু তৈরি করে ফেলেছে বালি মাফিয়ারা। এমনকি নদী থেকে বেআইনিভাবে বালি চুরি করে ডাম্পার ও ট্রাক্টরে করে নিয়ে যাবার জন্য সেতুর সঙ্গে সংযোগ তৈরি করতে নদীর বুকেই মাটি, বালি দিয়ে রাস্তা তৈরি করে ফেলেছে বালি মাফিয়ারা।
পুলিশ ও ব্লক ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা প্রায়ই ঘটনাস্থলে নজরদারি চালাতে গেলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, কোন অদৃশ্য কারণে নদীর বুকে বালি চুরি কিংবা অবৈধ সেতু নির্মাণের বিষয়টি তাদের নজরেই আসেনা। অভিযোগ, প্রশাসনের লোকজন এলাকায় ঢোকার আগেই নাকি বেআইনি বালি কারবারিদের কাছে খবর পৌঁছে যায়। ফলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছনোর পর বাস্তব চিত্রের কিছুই টের পাননা।
এদিকে কয়েকঘন্টার জন্য কারবারে রাশ টেনে রাখার পর যেই এলাকা থেকে প্রশাসনের গাড়ি বেরিয়ে যায়, ফের জোরকদমে শুরু হয়ে যাচ্ছে বেআইনিভাবে নদী থেকে বালি চুরি করে পাচার করার কাজ। এই কারবার চলছে প্রতিদিনই।বর্ধমান পুরসভার ২৪নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকার হনুমান মন্দির ঘাটে চলছে এই বালির অবৈধ কারবার। এখানেই নদীর দিকে কিছুটা নামলেই বালির গাড়ি যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে বেআইনি কাঠের সেতু।
কিন্তু দিনের পর দিন এই এলাকা থেকে বালি লুঠ করে এলাকারই কয়েকজন কারবার চালিয়ে গেলেও জেলা প্রশাসনের কোন হেলদোল নেই। স্থানীয় বাসিন্দাদের একাংশ সূত্রে জানা গেছে, মূলত রাতের অন্ধকারে এই বালি পাচারের কাজ তুঙ্গে ওঠে। চলে ভোর পর্যন্ত। সাধারণত সকালের দিকে গাড়ি লোড দেওয়া হয়না বলেই জানিয়েছেন স্থানীয় কিছু মানুষ। ফলে প্রশাসনের নজরদারি থাকলেও সময়ের হেরফের কে কাজে লাগিয়ে বালি মাফিয়ারা দেদার ফায়দা তুলে নিচ্ছে। লুট করে চলেছে সরকারি সম্পত্তি, সঙ্গে কোটি কোটি টাকার রাজস্ব।
ক্রমশ …..