---Advertisement---

আসল ব্র্যান্ডের চালের প্যাকেট নকল করে চলছিল অবৈধ ব্যবসা, গ্রেপ্তার এক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: আসল ব্রান্ডের লোগো লাগানো প্যাকেটে নকল চাল ভরে রমরমিয়ে চলছিল ব্যবসা। অভিযোগের ভিত্তিতে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ নকল ব্র্যান্ডের চালের শতাধিক বস্তা সমেত একটি গাড়িকে আটক করেছে রবিবার। পাশাপাশি, এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত গাড়ির চালক কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, কয়েকদিন ধরে একটি রাইস মিলের প্যাকেটজাত চালের প্যাকেট নকল করে ব্যবসা চালাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী। রবিবার বিকেলে মিলের বাইরে বেশ কয়েকজন কর্মী বুলচন্দ্রপুর থেকে মোহনপুরের দিকে একটি গাড়িকে তাঁদের ব্র্যান্ডের চাল বোঝাই করে নিয়ে যেতে দেখে সন্দেহ হয়। তারা বিষয়টি মালিককে জানান। মিলের অংশীদার অরূপ চন্দ্র মন্ডল মাধবডিহি থানায় এই বিষয়ে অভিযোগ জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে কিছুটা দূরে গাড়িটিকে আটকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে ১০০ থেকে ১৫০ বস্তা মনসা ভোগ ব্যান্ডের প্যাকেটে চাল ভর্তি ছিল। বস্তা গুলোতে ২৫কেজি করে চাল ছিল। তবে কে বা কারা এভাবে অন্য ব্র্যান্ডের চালের নামে নিজেদের ব্যবসা চালাচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে।

See also  বর্ধমানে দেদার চলছে চোরাগোপ্তা মদের কারবার, প্রচারে নামলো আবগারি দপ্তর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---