পুজোর ছুটির সুযোগে পাল্লারোডে দামোদরের বাঁধ কেটে নদীবক্ষে জেসিবি নামিয়ে চলছে রাস্তা তৈরির কাজ

Souris  Dey

Souris Dey

সৌরীশ দে,মেমারি: জেলার সমস্ত নদ নদী থেকে প্রশাসনের নির্দেশে বর্ষাকালীন বালি উত্তোলন ও নদী বক্ষে মেশিন নামিয়ে যে কোন ধরনের কাজ করা নিষিদ্ধ রয়েছে। ইতিমধ্যে সরকারি অফিসে পুজোর ছুটি চলছে, আর সেই সুযোগেই দামোদর নদে জেসিবি মেশিন নামিয়ে নদের বাঁধ কেটে রীতিমত চলছে রাস্তা তৈরির কাজ। এমনকি সরকারি কোন অনুমতি ছাড়াই নদী থেকে বালি খনন করার প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি বলে অভিযোগ। প্রশাসনিক নির্দেশ কে অমান্য করে বেআইনি এই কাজ হচ্ছে মেমারি থানার পাল্লা রোডের দামোদর নদে। এই ঘটনায় ইতিমধ্যেই আলোড়ন ছড়িয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় দলুইবাজার ২গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি মন্ডল কে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন,’ বালির গাড়ি যাতায়াতের জন্য পঞ্চায়েত থেকে একটা রাস্তা তৈরি করার পারমিশন দেওয়া হয়েছিল। নদী থেকে বালি তোলার কোন অনুমতি আমরা দিতে পারিনা। তবে আজই শুনলাম যে নদীতে মেশিন নামিয়ে কাজ করছে ওরা। নিরুপম রায় ও দেবু হালদার নামে যে দুজনের নামে পারমিশন দেওয়া হয়েছিল, তাদের ফোন করে অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

অন্যদিকে মেমারি ১ ব্লক ভূমি আধিকারিক বিশ্বজিৎ দাস বলেন,’ এই বিষয়ে আমার কাছে কোন খবর নেই, তবে জানতে পারলাম। পুলিশ কে জানিয়ে দিচ্ছি।’ মেমারি থানায় ফোন করা হলে ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানানো হয়েছে। দলুইবাজার ২গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ধীমান বিশ্বাস বলেন,’ পঞ্চায়েত থেকে একটা রাস্তা তৈরির অনুমতি দেওয়া হয়েছিল জানি। কিন্তু নদীতে জেসিবি মেশিন নামিয়ে বাঁধ কেটে রাস্তা তৈরির কাজ চলছে বলে খবর পাইনি। তবে এমন কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন