বর্ধমানে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা!

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ভর সন্ধ্যায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ও গলার সোনার হার ছিনতাই করে চম্পট দিলো দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত পৌনে ৮টা নাগাদ বর্ধমান শহরের আলমগঞ্জের বালির বাগান এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুনগঞ্জ এলাকার গুর ব্যবসায়ী মনোজিত দে তাঁর ব্যবসার কাজ শেষ করে বালির বাগান এলাকায় মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। আলমগঞ্জ রোডের ওপরেই বাড়ির কিছুটা দূরে রাস্তাতেই আচমকা ওই ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান দুষ্কৃতীরা সংখ্যায় প্রায় তিনজন ছিলো। কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীর কাছে থাকা ব্যবসার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ভর সন্ধ্যায় জনবহুল রাস্তার ওপর এই ঘটনার পরই ওই ব্যবসায়ী চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তারাই মনজিৎ বাবুকে উদ্ধার করে চোখে মুখে জল দিয়ে বর্ধমান থানায় নিয়ে আসেন অভিযোগ জানানোর জন্য। যদিও ব্যাগে ঠিক কত টাকা ছিল সে ব্যাপারে এখনো সঠিক করে জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে। পাশাপাশি এই ঘটনার পর শহরের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন শহরবাসীর একাংশ।

ছবি – ফাইল