ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বুকে ব্যথা নিয়ে ডাক্তার দেখাতে এসে নার্সিংহোমে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যে ২৫বছর বয়সী এক যুবকের মৃত্যু কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হলো বর্ধমান শহরের খাগড়াগড় এলাকার একটি নার্সিংহোমে। মৃত যুবকের নাম বলরাম মেটে, তার বয়স ২৫ বছর। বাড়ি খালেরপুল এলাকায়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ।
মৃতের দিদি দীপা মেটে অভিযোগ করেছেন, ’ বৃহস্পতিবার সকালে ভাইয়ের বুকে যন্ত্রণা হচ্ছে বলে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। আসার পথে একবার বমি করে ভাই। তবে সে সুস্থই ছিলো। খাগড়াগড় এলাকায় একটি নার্সিংহোমে নিয়ে আসার পর সেখান থেকে জানানো হয় ঘণ্টা খানেকের মধ্যে ডাক্তার আসবেন। তার আগে ইসিজি ও অন্যান্য কিছু শারীরিক পরীক্ষা করতে হবে। সেইমত ভাই কে নার্সিংহোমে ভর্তি করা হয়। এরপর একটা ইসিজি করা হয় ভাইয়ের। সুস্থ অবস্থায় জলও খায় ভাই। কিন্তু এরপর নার্সিংহোম থেকে ভাইকে একটা ইনজেকশন দেওয়া হয়।
আর তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের জানানো হয় যে ভাই মারা গেছে। এমনকি মারা যাওয়ার পর আমাদের না জানিয়ে তড়িঘড়ি ভাইয়ের বডি একটি অ্যাম্বুলেন্স চাপিয়ে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে নার্সিংহোমের লোকজন। আমরা এর বিচার চাই। কেন ডাক্তার না থাকা সত্ত্বেও রোগী কে ভর্তি করে নিলো নার্সিংহোমের লোকজন? এখন শুনছি ডাক্তার বিকেলে বেলায় আসবেন। মানুষের জীবন নিয়ে এরা ছেলেখেলা করছে। আমরা ছাড়বো না। পুলিশে অভিযোগ জানাবো। যতক্ষণ না এর বিচার হয় আমরা ভাইয়ের বডি নেবো না। সম্পূর্ণ বিনা চিকিৎসায় এবং ভুল চিকিৎসায় আমার সুস্থ ভাইকে এরা মেরে দিলো।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পরই নার্সিংহোম কর্তৃপক্ষের অনেকেই পালিয়ে যায় বলে অভিযোগ।