ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দিনদুপুরে জনবহুল রাস্তার উপর গৃহস্থের বাড়ির দোতলায় উঠে গৃহবধূর গলার সোনার হার, হাতের আংটি ও পায়ের নুপুর হাতিয়ে নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুঃসাহসিক এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ২৪নং বি বি ঘোষ রোডের নটরাজ সিনেমা হলের কাছে। আর এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহকর্তা অজয় কুমার সাউ জানিয়েছেন, বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ডিএসপি ট্রাফিক-২ রাকেশ কুমার চৌধুরী বলেন,’ অভিযোগ জমা পড়েছে। দুষ্কৃতীদের চিনহিতকরণ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’
আরো পড়ুন – কৃষক বন্ধু স্টেটাস চেক করার নিয়ম। Krishak Bandhu Status Check West Bengal 2023
অজয় কুমার সাউ বলেন,’ এদিন ছেলের স্কুলে স্পোর্টস থাকায় তিনি শালবাগানের কাছে ছেলের স্কুলে গিয়েছিলেন। সেই সময় তাঁর স্ত্রী তাঁকে ফোন করে কাঁদতে কাঁদতেই জানান বাড়িতে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে তাঁর গলার সোনার মঙ্গলসুত্র, হাতের সোনার আংটি ও পায়ের নুপুর নিয়ে পালিয়েছে। ফোন পেয়ে আমি তারাতারি বাড়ি ফিরে আসি। গোটা ঘটনার কথা জিজ্ঞেস করতে স্ত্রী জানান, লম্বা করে দুজন কোট, প্যান্ট, টাই পড়ে কাঁধে লেদার ব্যাগ নিয়ে এবং আরেকজন জ্যাকেট পড়ে সোজা উপরে উঠে আসে।
তারা হিন্দিতে কথা বলছিল। ওই দুই ব্যক্তি আমার স্ত্রীকে বলে, তারা একটি কোম্পানি থেকে আসছে। তারা বিভিন্ন জিনিসপত্র পালিশ করে চকচকে করে দেন। এরপরই ব্যাগ থেকে কিছু বের করে পায়ের নুপুর পরিষ্কার করতে শুরু করে। আরেকজন হাতের আংটি খুলে নেয়। গলার হার টিও নিয়ে নেয়। এরপরই দ্রুত ওই ব্যক্তিরা নিচে নেমে দুটি বাইকে চেপে পালিয়ে যায়। নিচে সেই সময় বাইকে আরো দুজন অপেক্ষা করছিল। যাবার সময় নুপুর দুটো ফেলে দেয় ওরা। সবকিছু শোনার পরই বর্ধমান থানায় ফোন করি। থানা থেকে পুলিশ এসে গোটা ঘটনা খতিয়ে দেখে। কিছু সি সি ক্যমেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছেন। পরে আমি লিখিতভাবে ঘটনার বিষয়ে থানায় জানাই।’
এদিকে দিনের আলোয় বাড়ির ভিতরে ঢুকে পুরুষ না থাকার সুযোগে মহিলাকে ভুল বুঝিয়ে গহনা ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। পাশাপশি দুষ্কৃতীদের অপারেশনের কায়দাও চিন্তায় ফেলেছে পুলিশ কে বলে সূত্রে জানা গেছে। গৃহস্থ কে ধোঁকা দেওয়ার জন্য রীতিমত কোন বড় কোম্পানির সেলসম্যান সেজে এই গ্যাং এর দুষ্কৃতীরা গৃহস্থের বাড়িতে ঢুকছে। এদিনও অজয় কুমার সাউয়ের বাড়িতে ঢোকার আগে আরেকটি বাড়িতে এই দুষ্কৃতীরা ঢুকেছিল বলে অজয় সাউ জানিয়েছেন। কিন্তু সেখানে বাড়ির লোক তাদের তাড়িয়ে দেয়। এরপরই তার বাড়িতে আসে এই দলের দুজন দুষ্কৃতী। সেইসময় বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগে মহিলা কে বোকা বানিয়ে জোর করে গহনা হাতিয়ে পালিয়েছে এই দুষ্কৃতীরা। অজয় বাবু জানিয়েছেন, এই ঘটনা রীতিমত আতংকের। অন্য কোনো ঘটনাও ঘটে যেতে পারতো।
পুলিশ সূত্রে জানা গেছে, যে বাড়িতে ছিনতাইয়ের এই ঘটনা ঘটেছে তার কাছেই একটি জায়গা থেকে কিছু সি সি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি ভিন রাজ্যের গ্যাং এর কাজ। এর আগেও এই ধরনের গ্যাং এর দুষ্কৃতী দের গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনার পর ফের জোরদার তদন্ত শুরু করা হয়েছে দুষ্কৃতীদের ধরতে।