শিক্ষা

মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, দ্বিতীয় বর্ধমানের শুভম পাল

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। শুক্রবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ২০২৩ সালের মাধ্যমিকের ফল প্রকাশ করেন।  দেবদত্তা মাঝি কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুল ছাত্রী। দেবদত্তা ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন।

দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের শুভম পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। শতকরা হারে তার প্রাপ্ত ৯৮.৭১ শতাংশ নম্বর।  বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র অর্ক ব্যানার্জী রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯। এছাড়াও বর্ধমান সি এম এস (বিসিরোড) স্কুলের ছাত্র রূপায়ন পাল পঞ্চম হয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮৷ ষষ্ঠ অনীশ যশ, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের ছাত্র। পূর্ব বর্ধমান জেলা থেকে এবছর মাধ্যমিকের মেধা তালিকায় ১৭জন স্থান করে নিয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গেছে।

এবারের মাধ্যমিকের প্রথম দশে রয়েছে ১৬টি জেলার ১১৮ জন। পরীক্ষা হওয়ার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিকের ফলাফল। এ বারের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে একজন। দ্বিতীয় হয়েছে ২ জন। তৃতীয় ৬ জন। মালদা থেকে ২১, পূর্ব বর্ধমান থেকে ১৭, বাঁকুড়া থেকে ১৪, পুরুলিয়া থেকে ৬, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩, পূর্ব মেদিনীপুর থেকে ১১, উত্তর ১৪ পরগনা থেকে ৯, পশ্চিম মেদিনীপুর থেকে ৯, হুগলি থেকে ৫, হাওড়া থেকে ৪, কোচবিহার থেকে ৩, বীরভূম থেকে ২, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, নদিয়া থেকে ১ জন করে রয়েছে মেধাতালিকায়।

Recent Posts