খন্ডঘোষে একই রাতে চারটি মন্দিরে চুরি, আতঙ্ক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: একই রাতে পর পর চারটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল খন্ডঘোষ থানা তোরকোনো গ্রামে। তিনটি শিব মন্দিরে ও একটি কালী মন্দিরে গতকাল গভীর রাত্রে চুরির ঘটনা ঘটে। মন্দিরের সেবাইত শ্যামল কুমার দত্ত এবং আলপনা চক্রবর্তী বলেন মা কালীর এবং শিবের সোনার ও রুপোর তৈরি চোখ, পৈতা, জিভ, ত্রিশূল, বেলপাতা, সাপ চুরি করে নিয়ে গেছে চোরে। শ্যামল দত্ত আরও বলেন, ‘বৃহস্পতিবার সাত সকালে এক গ্রামবাসি আমাকে বলেন তোমাদের কালী মন্দিরের দরজা খোলা এবং লাইট জ্বলছে। ছুটে গিয়ে দেখি ঘটনা সত্যি। দরজার চাবি এবং হাস্ কল ভাঙ্গা হয়েছে।তারপর নজরে আসে মায়ের এবং শিবের চোখ সহ অন্যান্য জিনিস নেই।

বিজ্ঞাপন

দুপুরে পূজার আগে প্রতিটি মন্দিরে পঞ্চ গব্য করেন মন্দিরের পূজারীরা, তারপর পূজা করা হয় দেবদেবীদের। আমার বাড়ির সিসি ক্যামেরা চেক করে দেখা যায় রাত্রি ১২ টা ৩০ মিনিট নাগাদ দুজন ছেলে আমার বাড়ির পিছনের গলি দিয়ে চলে যাচ্ছে। কুকুরে প্রচণ্ড চিৎকার করছিল।আন্দাজ করছি তখনই চুরি করেছে চোরেরা।পুলিস কে বিষয় গুলি জানানোর পর পুলিশ আসে এবং মন্দির গুলি ঘুরে দেখে। আমার বাড়ি থেকে সিসি টিভির ফুটেজ নিয়ে যায় পুলিশ।

আমি এবং আমার গ্রামের দুজন গিয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছি। পুলিস সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চলছে। আশা করছি চোরের দল ধরা পড়বে।শ্যামল দত্ত আরও বলেন এই নিয়ে পাঁচবার আমাদের সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে চুরি হল। গত চার বারের চুরির কোন কুল কিনারা হয় নি। দেখা যাক এইবার কি হয়। চারটি মন্দির হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির, শ্রী শ্রী রামেশ্বর জিউ মন্দির, তোরকোনা বারোয়ারী শিব মন্দির এবং শ্রী শ্রী রাজ রাজেশ্বর মন্দির। স্বাভাবিকভাবেই একই রাতে একসঙ্গে চারটি মন্দিরে চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে গ্রামে।

আরো পড়ুন