---Advertisement---

শক্তিগড়ে আদিবাসী তরুণীর গলা কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: এক তরুণীর গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শক্তিগড়ের নাদুর ঝাপানতলা আদিবাসী পাড়া এলাকায়।বুধবার রাত পৌনে ৮টা নাগাদ শক্তিগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মৃত তরুণীর বাড়ির অদুরেই রাস্তার ধারে একটি মাঠে গলাকাটা দেহ উদ্ধার হয়। মৃতার নাম প্রিয়াঙ্কা হাঁসদা (২২)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাদুর গ্রামেই বাড়ি মেয়েটির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা সুকান্ত হাঁসদার এলাকায় একটি টেলারিংয়ের দোকান রয়েছে। মেয়েটি ব্যাঙ্গালোর একটি সংস্থায় নার্সিং পড়ুয়া ছিল। সোমবার সে বাড়ি ফিরেছিল। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও তরুণী বাড়ি ফিরে না আসায় খোঁজ শুরু করতেই  বাড়ির পাশে একটি মাঠে গলার নলিকাটা অবস্থায় তরুণীর দেহ পড়ে থাকতে দেখতে পায়।

এরপরই শক্তিগড় থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছায় জেলার পুলিশ সুপার আমনদীপ সিং সহ একাধিক পুলিশ আধিকারিক। স্থানীয় মানুষের সঙ্গে জিজ্ঞাসাবাদের পাশাপশি মৃত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সুপার বলেন, ‘পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্রুত খুনীকে ধরার সমস্ত চেষ্টা করবে পুলিশ।’

See also  গলসিতে দামোদরের জল কমতেই ফের শুরু বালি চুরি, রাতের অন্ধকারে চলছে পাচার, নির্বিকার প্রশাসন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---