দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র আলোড়ন গলসি বাজারে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: মেন রোডের ওপর বাজারের মধ্যে রাস্তার সামনে নামকরা মোবাইল ও ইলেক্ট্রনিক্স এর দোকানে ভয়াবহ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের গলসি তে। গভীর রাতে দোকানের সামনের শাটার ভেঙে লক্ষাধিক টাকার মোবাইল ফোন সহ অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রী চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা বলে দোকান কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান।

বিজ্ঞাপন

রবিবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসার পরই পুলিশ কে খবর দিলে গলসি থানার অফিসার ইনচার্জ অরুন সোম সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। যদিও বেশ কিছু সিসি ক্যামেরা এলাকায় দীর্ঘদিন ধরে খারাপ বা অচল হয়ে পড়ে আছে বলেও স্থানীয়রা অভিযোগ করছেন। তারা নিরাপত্তার দাবিও তুলছেন।

অন্যদিকে খোদ বাজারের মধ্যে মেন রোডের ওপর দোকানে এতবড় চুরির ঘটনা ঘটলো কিভাবে তা নিয়েও প্রশ্ন তুলছে ব্যবসায়ী থেকে স্থানীয় এলাকাবাসীরা। অনেকের অভিযোগ, বাজার কমিটির রাত পাহারার ব্যবস্থা আছে এলাকায়। বাজারের মধ্যে রাস্তার সামনে দোকান, সারারাত গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। তারপরেও কিভাবে এই চুরির ঘটনা ঘটে গেলো।স্বাভাবিকভাবেই শতাধিক মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তারা জানিয়েছেন, কয়েকদিন আগেই গলসির খেতুড়া গ্রামে ৯টি গরু চুরি হয়েছিল। সেই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছিল। তদন্তে নেমে পুলিশ ছয়টি গরু উদ্ধার করে। কিন্তু গরু উদ্ধার হলেও গরু চোরেরা এখনও অধরা। সেই ঘটনার কিনারা হবার আগেই আবার বড়সড় চুরির ঘটনায় চিন্তিত এলাকার মানুষ। ঘটনার জেরে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভর সৃষ্টি হয়েছে। তারা এলাকায় আরও পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন মোড়ে সিসিটিভি লাগানোর দাবি জানিয়েছেন।

আরো পড়ুন