---Advertisement---

শ্রাবণ মাসেই শিব মন্দির চত্বরে আতঙ্ক! কেন? জানতে পড়ুন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: পৌরাণিক মতে শ্রাবণ মাসেই শিবের আবির্ভাব হয়েছিল। আবার মতান্তরে এই শ্রাবণ মাসেই সতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। স্বাভাবিকভাবেই শিব ভক্তরা শ্রাবণ মাস কে অতি পবিত্র মাস বলেই বিশ্বাস করেন। এই মাসের প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢেলে নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করেন অগুণিত ভক্ত। বর্ধমানের আলমগঞ্জ এলাকায় রয়েছে মোটা শিবের মন্দির। প্রতিবছর এই মন্দিরে গোটা শ্রাবণ মাস জুড়েই জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বাঁকে করে জল নিয়ে দূর দুরন্ত থেকে হেঁটে আসেন শিবের মাথায় জল ঢালতে।

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবেই এই মন্দিরে আগত ভক্তদের বিশ্রাম নেওয়ার বা থাকার জন্য বিশেষ ব্যবস্থা করে বর্ধমান পৌরসভা ও বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা। এবারও সেই ব্যবস্থার আয়োজন করার প্রস্তুতি চলছে মন্দির চত্বরে। আগামী ২৫শে শ্রাবণ অর্থাৎ ইংরেজির ১১আগস্ট রাখী পূর্ণিমার দিন মোটা শিব তলায় শতাধিক ভক্তদের সমাগম হবে বলেই জানা গেছে। আর এরই মধ্যে এই শিব মন্দির চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়েছে আতঙ্ক!

বৃহস্পতিবার সকালে মন্দির চত্বরে প্যান্ডেল তৈরির কাজ করার সময় পুরসভার কর্মীদের নজরে আসে এক বিশাল বিষধরের। বন দপ্তরে খবর দেওয়া হলে উদ্ধারকারী কর্মীরা এসে প্রায় চার ফুট লম্বা একটি চন্দ্রবোরা সাপ উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, কিছুদিন আগেই এই মন্দির লাগোয়া একটি বাড়ি থেকেও একটি চন্দ্রবোরা সাপ উদ্ধার করা হয়েছিল। ফলে একে শ্রাবণ মাস, তার উপর ভক্তদের আনাগোনা বেড়েছে। আর এরই মধ্যে মন্দির এলাকায় বিষধর এর উপস্থিতি রীতিমত চিন্তায় ফেলেছে মন্দির কর্তৃপক্ষকে। কারণ বন দপ্তরের উদ্ধারকারী দলের কর্মীরাই আশঙ্কা করছেন এই এলাকায় এখনও বেশ কিছু বিষধর সাপের থাকার সম্ভাবনা রয়েছে। তবে তারা এও জানিয়েছেন, মানুষের ভিড় থাকলে সাপেরা সাধারণত গর্ত থেকে বেরোয় না। সুতরাং অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই।

See also  গভীর রাতে জাতীয় সড়কের ধারে ধাবায় খেতে গিয়ে বর্ধমানে দুর্ঘটনায় মৃত জুনিয়র চিকিৎসক, হোস্টেলের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

এদিকে বন দপ্তর সুত্রে জানা গেছে, গত সাতদিনে বর্ধমান শহরে প্রায় ১৫টি বিষধর সাপ উদ্ধার করেছেন দপ্তরের উদ্ধারকারী দলের কর্মীরা। এছাড়াও বর্ধমানের গড়গড়া ঘাট এলাকার একটি বাড়িতে পাখির খাঁচার ভিতর ঢুকে থাকা একটি বিশাল গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। মাধবডিহি এলাকায় মাছ ধরার জালে আটকে থাকা একটি বিশাল কেউটে সাপ কেও বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে আসেন। জানা গেছে, বর্ষা শুরু হওয়ায় জেলা জুড়েই সাপের উপদ্রব বেড়েছে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---