বর্ধমান ও মেমারিতে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু দুজনের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার দুটি পৃথক দুর্ঘটনায় বর্ধমান ও মেমারি স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। এদিন বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলন্ত ট্রেনে ওঠার সময় লাইনে পড়ে গিয়ে মারা গেলেন এক শিক্ষক। মৃতের নাম অলোক কুমার ভট্টাচার্য (৫৬)। তার বাড়ি রায়নার মেরাল গ্রামে। ওই ব্যক্তির পায়ে ও মাথায় চোট লাগে। জিআরপি গুরুতর জখম অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করলে সেখানেই তিনি মারা যান। জানা গেছে তিনি আসানসোলে রেলের স্কুলে শিক্ষকতা করতেন।

বিজ্ঞাপন

অন্যদিকে এদিন সাত সকালে মেমারিতে রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শুকুর শেখ(৭০)। বাড়ি বীরভূমের রামপুরহাট। রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টা ৪০ নাগাদ মেমারির আগের রেল স্টেশন মাস্টারের অফিসের সামনের এক নম্বর প্লাটফর্ম থেকে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি । সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। সেই সময় প্রসাব করার জন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে লাইন পেরিয়ে যাবার সময় একটি  মালগাড়ি তাকে ধাক্কা মারে। দেহটি একেবারে দলা পাকিয়ে যায়। ঘটনাস্থলে রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো ব্যাবস্থা করে।

মৃত ব্যক্তির শোকাহত স্ত্রী আসলেমা বেগম জানিয়েছেন, তিন দিন আগে রামপুরহাটের বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় ছেলের বাড়ি থেকে গতকাল মেমারির খাসপাড়া তে ছোট ছেলের বাড়িতে এসেছিলেন। আজ সকালে মেমারি থেকে রামপুরহাট বাড়ি ফেরার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন তাঁরা। এরই মাঝে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেছে।

আরো পড়ুন