ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বেঙ্গালুরুর সাকরা ওয়ার্ল্ড হসপিটাল এর ইনফরমেশন সেন্টারের উদ্বোধন হল বর্ধমানের খোসবাগানে রক্ষাকবচ ডায়াগনস্টিক সেন্টারে। বৃহস্পতিবার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। আন্তর্জাতিক মানের এই হাসপাতালের ইনফরমেশন সেন্টার এই রাজ্যে প্রথম বলেই জানিয়েছেন সংস্থার চিফ অপারেটিং অফিসার (COO) লোকেশ পাসু। তিনি বলেন, ‘ এখন থেকে এই ইনফরমেশন সেন্টার থেকেই সাধারণ মানুষ নিউরোসার্জারি, কার্ডিয়াক সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং ইউরোলজি বিভাগের নামী চিকিৎসকদের দেখানোর সুযোগ পাবেন। বেঙ্গালুরুর নামী চিকিৎসকরা প্রতি মাসে বিভিন্ন দিনে এই সেন্টারে আসবেন এবং রোগী দেখবেন।
এই ইনফরমেশন সেন্টার থেকেই মানুষ ডাক্তার, অস্ত্রোপচারের খরচ, ভর্তি প্রক্রিয়া, বীমার দাবি, অর্থপ্রদানের পদ্ধতি এবং বিলিং সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্যই হল পেশাদারিত্বের মাধ্যমে বর্ধমান শহরের বাসিন্দাদের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা প্রদান করা। সাকরা ওয়ার্ল্ড হাসপাতালের মার্কেটিং জেনারেল ম্যানেজার গুরুপ্রদা পুঞ্জ বলেন, ‘ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে তাদের সেরা চিকিৎসা পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।’
রক্ষাকবচ ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এর অন্যতম ডিরেক্টর সুকান্ত ঘোষ বলেন,’ বর্ধমান জেলায় এই মুহূর্তে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের সংস্থা সুনামের সঙ্গে কাজ করে চলেছে। ইতিমধ্যেই আমাদের এই সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন পরিষেবা চালু রয়েছে। এরই মাঝে আমরা বেঙ্গালুরুর সাকরা ওয়ার্ল্ড হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছি। প্রতি মাসে সেখান থেকে চিকিৎসকরা বর্ধমানে এসে রোগী দেখবেন। এরফলে বহু রোগীকে এখন আর কলকাতা কিংবা রাজ্যের বাইরে ছোটাছুটি করতে হবে না।
এমনকি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি কোন রোগীর চিকিৎসার প্রয়োজনে বেঙ্গালুরু যেতে হয়, সেক্ষেত্রে আমরাই তার যাবতীয় বন্দোবস্ত করে দিতে পারবো। সাকরা ওয়ার্ল্ড হাসপাতাল কর্তৃপক্ষ সেই ব্যাপারে সবরকম সহযোগিতা করবে বলেই আশ্বাস দিয়েছে। ফলে বহু মানুষ এখন বর্ধমান থেকেই বিশ্বমানের চিকিৎসকদের পরামর্শ পাওয়ার পাশাপাশি খুব সহজেই উন্নতমানের চিকিৎসা করানোর জন্য বেঙ্গালুরুর সাকরা ওয়ার্ল্ড হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
কর্ণাটকের বেঙ্গালুরুর আউটার রিং রোড, মারাথাহল্লিতে সাকরা ওয়ার্ল্ড হসপিটাল অবস্থিত। এটি ভারতের প্রথম এমএনসি (multinational corporation) হাসপাতাল। এটি ৩৫০ শয্যার হাসপাতাল, যা নিউরো সায়েন্স, কার্ডিয়াক সায়েন্স, অর্থোপেডিকস, মহিলা ও শিশু স্বাস্থ্য, লিভার ও হেপাটোবিলিয়ারি সায়েন্স, রেনাল সায়েন্স, ইমার্জেন্সি এবং ট্রমা কেয়ারের মতো সমস্ত বিশেষত্ব জুড়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। OR ইন্টিগ্রেশন সলিউশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি সহ ১২ টি ইন্টিগ্রেটেড মডুলার অপারেশন থিয়েটার (OTs) রয়েছে। যেখানে ভিডিও ইনপুট রেকর্ডিং, সার্জিক্যাল ক্যামেরা, পেরিফেরাল ক্যামেরা এবং এমআইএস ক্যামেরার মতো বিভিন্ন উৎস থেকে ডিসপ্লে করা হয় রোগীর পরিবারের জন্য।